ঢাকা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান হাফিজ মুহম্মদ হাসান বাবুর পদত্যাগ
পদত্যাগ করেছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চেয়ারম্যান ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু।
ব্যক্তিগত কারণ দেখিয়ে রোববার (১৮ আগস্ট) রাতে ই-মেইলের মাধ্যমে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) পদত্যাগপত্র জমা দেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের কর্মকর্তারা।
এর আগে ২০২৩ সালের ফেব্রুয়ারিতে ডিএসই'র পরিচালনা পর্ষদে ড. হাফিজসহ আরও তিনজন স্বতন্ত্র পরিচালককে নিয়োগ দেয় বিএসইসি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং এবং প্রযুক্তি অনুষদের ডিনের দায়িত্বে থাকা ড. হাফিজ, পরবর্তীতে ডিএসই পরিচালনা পর্ষদে চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হন।
উল্লেখ্য, শেখ হাসিনা সরকার পতনের পর বিএসইসি চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামও ব্যক্তিগত কারণ দেখিয়ে গত ১০ আগস্ট রাতে পদত্যাগ করেন।