ভোজ্যতেলের দাম কমাতে আরও শুল্ক কমাচ্ছে সরকার
ভোজ্যতেলের উচ্চমূল্যের লাগাম টানতে আরো বেশি শুল্ক ছাড়ের সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজ বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এ কথা জানান।
আজ দুপুরে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে বাণিজ্যমন্ত্রী বলেন, "আমদানি পর্যায়েও ভ্যাট কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমানে ভোজ্যতেলের আমদানি পর্যায়ে ১৫ শতাংশ ভ্যাট রয়েছে, এটি ১০ শতাংশ কমিয়ে ৫ শতাংশ নির্ধারণ করা হতে পারে,"
তিনি জানান, প্রধানমন্ত্রী এ সিদ্ধান্ত দিয়েছেন। দু থেকে একদিনের মধ্যে এই বিষয়ে প্রজ্ঞাপন জারি হবে।
গত বৃহস্পতিবার অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জানিয়েছিলেন, ভোজ্যতেলের উৎপাদন পর্যায়ে ১৫ শতাংশ এবং ভোক্তা পর্যায়ে থাকা ৫ শতাংশ ভ্যাট প্রত্যাহার করা হবে।
টিপু মুন্সি আরও বলেন, সরকার ভোজ্যতেল সহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ ঠিক রাখতে কঠোর হতে যাচ্ছে। ভোজ্যতেলের সরবরাহ বাধা ভাঙতে ডিও ব্যবস্থায় পরিবর্তন আনা হবে। ডিও'র মালিকরা একটি নির্দিষ্ট সময়ের মধ্যে পণ্য ডেলিভারি নিতে বাধ্য হবেন এবং পরবর্তী ডেলিভারি করতে বাধ্য হবেন।
আগামীকাল দেশে পালিত হবে ভোক্তা অধিকার দিবস ২০২২। দিবসটি উপলক্ষে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নানা কর্মসূচি হাতে নিয়েছে।
সংবাদ সম্মেলনে জানানো হয় ২০০৯-১০ অর্থবছর থেকে ২০২০-২১ অর্থবছরের ফেব্রুয়ারি পর্যন্ত ভোক্তা অধিদপ্তর ৪৯ হাজার ৯৬৮ টি পরিচালনা করেছে। এসব অভিযানে ১ লাখ ২০ হাজার ১০২ টি প্রতিষ্ঠানকে দন্ডিত করা হয়েছে। অভিযানের মাধ্যমে আদায় করা জরিমানার পরিমাণ ৮২ কোটি ৪৫ লাখ ৬৭ হাজার ৪২ টাকা।
সংবাদ সম্মেলনে বাণিজ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব তপন কান্তি ঘোষ, অতিরিক্ত সচিব অভ্যন্তরীন বাণিজ্য এ এইচ এম শফিকুজ্জামান উপস্থিত ছিলেন।