ডলারের আন্তঃব্যাংক বিনিময় হার ৮৯ টাকা নির্ধারণ করা হলো
সোমবারের জন্য ডলারের আন্তঃব্যাংক বিনিময় হার ৮৯ টাকা নির্ধারিত করা হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র সিরাজুল ইসলাম রোববার দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে জানিয়েছেন, বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলার অ্যাসোসিয়েশন (বাফেডা) এবং অ্যাসোসিয়েশন অভ ব্যাংকার্স, বাংলাদেশ-এর (এবিবি) পরামর্শের পর বাংলাদেশ ব্যাংক নতুন বিনিময় হার অনুমোদন করেছে।
এছাড়াও আজকের জন্য আমদানি এলসি বা বিল ফর কালেকশন (বিসি রেট) রেট ৮৭.৯০ টাকা থেকে বাড়িয়ে ৮৯.১৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র বলেন, আন্তঃব্যাংক ও বিসি রেট সমন্বয় করার পর এক্সচেঞ্জ হাউসগুলো ডলারের জন্য তাদের ট্রেডিং রেট নির্ধারণ করবে।
বৃহস্পতিবার বাফেদা ও এবিবির শীর্ষ নেতাদের সঙ্গে বাংলাদেশ ব্যাংকের ত্রিপক্ষীয় বৈঠকে গৃহীত সিদ্ধান্তের পর সব ব্যাংকের জন্য অভিন্ন বিনিময় হারের এই সিদ্ধান্ত আসে।
বৈঠকে সিদ্ধান্ত হয়, এবিবি ও বাফেদা প্রতিদিন ডলারের রেট নির্ধারণ করবে এবং কেন্দ্রীয় ব্যাংকের মৌখিক সম্মতি নেবে।