খোলা মুদ্রাবাজারে ৫০ পয়সা বেড়েছে ডলারের দাম
একদিনের ব্যবধানে খোলা মুদ্রাবাজারে (কার্ব মার্কেটে) ডলারের দাম বেড়েছে অন্তত ৫০ পয়সা। আজ বুধবার (৮ জুন) সকাল থেকে এ বাজারে ডলার বিক্রি হচ্ছে ৯৭.৫০ থেকে ৯৮.২০ টাকা দরে।
রাজধানীর মতিঝিল ও নয়াপল্টনের বেশ কয়েকটি মানিএক্সচেঞ্জারে গিয়ে ডলার লেনদেনে এমন দর দেখা যায়।
এর আগে মঙ্গলবার ৯৭ টাকা দরে ডলার বিক্রি হয়েছিল। এদিন মানি-এক্সচেঞ্জারগুলি ৯৬ থেকে ৯৬.৪০ টাকা দরে ডলার কিনেছে। বুধবার কেনা হয় ৯৬.৫০ থেকে ৯৭.২০ টাকা পর্যন্ত।
মানিএক্সচেঞ্জার এক ব্যবসায়ী টিবিএস'কে বলেন, বাংলাদেশ ব্যাংক প্রতিনিয়ত ডলারের বিপরীতে টাকার মান কমাচ্ছে। তাই, কার্ব মার্কেটে ডলারের দাম বেড়েছে।"মানি-এক্সচেঞ্জারগুলি দেশের ভেতরেই কার্যক্রম পরিচালনা করে। বাংলাদেশ ব্যাংক কোনো ব্যবস্থা নিলে এর প্রভাব এখানেও পড়ে।"
সংশ্লিষ্টরা বলছেন, মহামারি পরিস্থিতির উন্নতি হতে শুরু করলে বিশ্ববাজারে প্রায় সকল পণ্যের দাম বাড়তে শুরু করে। তার ওপর বৈশ্বিক সরবরাহ চক্রে চরম আঘাত হেনেছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, জাহাজে পরিবহনের খরচ আরও বেড়েছে। এতে ডলারের চাহিদাও বেড়েছে।
বিশ্ববাজারে প্রায় সবকিছুর আকাশছোঁয়া মূল্যের বাস্তবতায় বাংলাদেশের টাকার মতো বিশ্বের অন্যান্য দেশের ছোটখাট মুদ্রাগুলি ডলারের বিপরীতে মান হারাচ্ছে।