রপ্তানিতে উৎস কর দ্বিগুণ করার প্রস্তাব করেছে সরকার
বৃহস্পতিবার (৯ জুন) জাতীয় সংসদে ২০২২-২৩ অর্থবছরের জাতীয় বাজেটে রপ্তানি আয়ের উপর উৎস কর ০.৫ শতাংশ থেকে বাড়িয়ে ১ শতাংশ করার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
বৈশ্বিক আর্থিক পরিস্থিতিতে সামনের মাসগুলোতে রপ্তানি প্রবৃদ্ধি মন্থর হতে পারে বলে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
"আমি রপ্তানি আয়ের উপর উৎস করের হার ০.৫ শতাংশ থেকে বাড়িয়ে ১ শতাংশ করার প্রস্তাব করছি," অর্থমন্ত্রী তার বাজেট বক্তৃতায় বলেন।
"উৎস থেকে কর্তনকে আয়কর সংগ্রহের ভিত্তি হিসাবে বিবেচনা করা হয়। আমাদের দেশের জন্যও একই কথা সত্য। তাই উৎস করের হার যৌক্তিককরণ রাজস্ব নীতি প্রণয়নের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্ব বহন করে," তিনি যোগ করেন।
সরকার ২০০৫ সালে প্রথমবারের মতো রপ্তানির উপর উৎস কর আরোপ করে। শুরুতে এই হার ছিল ০.২৫ শতাংশ।
পরে এটি বিভিন্ন সময়ে বাড়ানো হয়। ২০১৪-১৫ অর্থবছরে এই হার ১ শতাংশ নির্ধারণ করা হয়েছিল।
বাংলাদেশের রপ্তানি আয়ের ৮০ শতাংশের বেশি আসে শুধু তৈরি পোশাক খাত থেকে।
গত দুই বছর ধরে সরকার মহামারি পরিস্থিতি বিবেচনা করে রপ্তানি আয়ের উপর ০.৫ শতাংশ উৎস কর ধার্য করে আসছে।
২০২২-২৩ অর্থবছরের জন্য আজ ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকার জাতীয় বাজেট প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
এটি দেশের ৫১তম এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের টানা তৃতীয় মেয়াদে চতুর্থ বাজেট।
২০২১-২২ অর্থবছরে বাজেট বরাদ্দ ছিল ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকা। সে হিসাবে ২০২২-২৩ অর্থবছরের নতুন বাজেটের আকার বাড়ছে ৭৪ হাজার ৩৮৩ কোটি টাকা।