নিত্যপণ্যে উৎস কর কমানোর প্রস্তাব
নিত্যপ্রয়োজনীয় পণ্য এবং খাদ্যশস্য সরবরাহের ওপর উৎস করের হার ১ শতাংশ করেছে সরকার।
আজ (৬ জুন) ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে নিত্যপণ্যের ওপর উৎস কর কমানোর প্রস্তাব করা হয়েছে।
সরকার নিত্যপ্রয়োজনীয় পণ্য এবং খাদ্যশস্য সরবরাহের ওপর উৎস করের হার অর্ধেক করে ১ শতাংশ করেছে।
ক্রমাগত উচ্চ মূল্যস্ফীতির কারণে ভুগতে থাকা গ্রাহকরা এর ফলে কিছুটা স্বস্তি পাবেন।
খাদ্য মূল্যস্ফীতির হার এপ্রিলে ছিল ১০.২২ শতাংশ। সেখান থেকে ৫৪ শতাংশীয় পয়েন্ট বেড়ে মে মাসে ১০.৭৬ শতাংশে পৌঁছায়।
তাই সামগ্রিক মুদ্রাস্ফীতি মোকাবিলা ২০২৪-২৫ অর্থবছরের জাতীয় বাজেটের এজেন্ডায় শীর্ষে রয়েছে।