পাচারকৃত অর্থ ফেরত আনতে সাধারণ ক্ষমার সিদ্ধান্ত সরকারের
আগামী অর্থবছরে কোনো প্রশ্নের সম্মুখীন না হয়েই বাংলাদেশি নাগরিকরা যাতে দেশের বাইরে থাকা তাদের অপ্রদর্শিত সম্পদ ফিরিয়ে আনতে পারে তার সুযোগ দিবে সরকার।
২০২২-২৩ অর্থবছরের বাজেটে মাত্র ৭-১৫ শতাংশ পর্যন্ত কর দেওয়ার শর্তে বৈধতার এ সুযোগ দেওয়া হবে বলে আজ (৯ জুন) বাজেট পেশের বক্তব্যে জানান অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল।
প্রস্তাবিত বাজেট অনুযায়ী, আয়কর কর্তৃপক্ষসহ অন্যকোনো কর্তৃপক্ষ বিদেশে অবস্থিত সম্পদের উৎস সম্পর্কে কোনো প্রশ্ন উত্থাপন করবে না যদি সেই করদাতা এ ধরনের সম্পদের ওপর কর দেন।
দেশে ফিরিয়ে না আনা স্থাবর সম্পত্তির উপর ১৫ শতাংশ, দেশে ফিরিয়ে না আনা অস্থাবর সম্পত্তির উপর ১০ শতাংশ এবং দেশে প্রত্যাবর্তিত নগদ ও নগদ সমমানের সম্পত্তির উপর ৭ শতাংশ কর প্রস্তাব করেন অর্থমন্ত্রী।
নতুন অর্থবছরের প্রথম দিন থেকে এই সুযোগ কার্যকর হবে। আগামী বছরের ৩০ জুন পর্যন্ত চলবে এটি।
মন্ত্রী আশা প্রকাশ করেন যে প্রস্তাবিত বিধানটি বাস্তবায়িত হলে বাংলাদেশের অর্থনীতিতে বৈদেশিক মুদ্রার প্রবাহ বাড়বে, আয়কর রাজস্ব বৃদ্ধি পাবে এবং করদাতারাও তাদের সম্পদ এবং বিদেশে অর্জিত অর্থ ঘোষণা করার এই সুযোগটি কাজে লাগাতে পারবেন।