খাদ্য সহায়তা কর্মসূচি সফল করতে হলে সরকারি মজুদ সক্ষমতা বাড়াতে হবে
খাদ্য সহায়তা কর্মসূচি সফল করতে হলে সরকারি মজুদ সক্ষমতা বাড়াতে হবে। ২০২২-২৩ অর্থবছরের বাজেটের সামাজিক নিরাপত্তা খাতের আলোকে এ মন্তব্য করেছেন বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানে (বিআইডিএস) মহাপরিচালক ড. বিনায়ক সেন।
বাজেট প্রতিক্রিয়ায় বিশিষ্ট এ অর্থনীতিবিদ বলেছেন, বাজেটের অংশ হিসেবে সামাজিক নিরাপত্তা খাতে আনুপাতিক হারে বরাদ্দ কমেছে, তা ২.৭% থেকে ২.৩% এ নেমেছে। এটা আমার কাছে লক্ষণীয় মনে হয়েছে।
'আরেকটা বিষয় খাদ্যের ব্যাপারে। বলা হচ্ছে ৫০ লাখ মানুষকে পাঁচ মাস ধরে ৩০ কেজি করে চাল দেয়া হবে। তাতে আমাদের লাগবে আট লাখ ২৭ হাজার টন। এখন আমাদের কাছে মজুদ আছে ২০ লাখ টন এবং তার মধ্যে চার লাখ টন সবসময়ের জন্য মজুদ রাখতে হবে। তাহলে থাকল ১৬ লাখ টন। এর মধ্য থেকেই ৮ লাখ ২৭ হাজার টন চলে যাবে এই ৫০ লাখ মানুষের জন্য।'
বিনায়ক সেন তাই সরকারি খাদ্য মজুত সক্ষমতা বাড়ানোর পরামর্শ দিয়ে বলেন, এটা না করতে পারলে আমরা এই সামাজিক নিরাপত্তা কর্মসূচিগুলি বিশেষত যেগুলো খাদ্য সহায়তার সেগুলি চালাতে পারব না।