খোলা বাজারে ডলারের মূল্য ৯৭.৫০ টাকা
ডলারের মূল্য ৫০ পয়সা কমে মঙ্গলবাজার খোলা বাজারে ৯৭.৫০ টাকা দরে বিক্রি হচ্ছে।
এর আগের দিন সোমবার ৯৮ টাকায় ডলার বিক্রি হয়েছে।
সম্প্রতি ডলারের দর বৃদ্ধির মধ্যে এ দরপতন আশা জাগাচ্ছে।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোঃ সিরাজুল ইসলাম বলেন, "উন্মুক্ত বাজার অর্থনীতি এখন বাজার পরিস্থিতির ওপর নির্ভরশীল। অভ্যন্তরীণ ব্যবহার বেড়ে যাওয়ায় র কারণে রপ্তানির তুলনায় আমদানি বেশি চাপে আছে।"
এমতাবস্থায় ব্যাংকগুলো বৈদেশিক মুদ্রার ক্রমবর্ধমান চাহিদা মেটাতে পারছে না, এ কারণে ডলারের দাম কিছুটা বেড়েছে বলে জানান তিনি।
কোভিড-১৯ মহামারির প্রাদুর্ভাব কমে আসার সঙ্গে সঙ্গে বিভিন্ন পণ্যের চাহিদা হু হু করে বেড়েছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে সাপ্লাই চেইন ব্যহত হওয়ায় বিশ্ব বাজারে দ্রব্যমূল্যের দাম বৃদ্ধির ওপর এর প্রভাব পড়েছে।