অক্সিজেনের অভাবে রোগীর মৃত্যু গণহত্যার শামিল: এলাহাবাদ আদালত
শুধুমাত্র অক্সিজেনের অভাবে কোভিড-১৯ রোগীদের মৃত্যু 'গণহত্যাসম' একটি অপরাধ বলে জানিয়েছে ভারতের এলাহাবাদ হাইকোর্ট।
ভারতের লক্ষ্ণৌ ও মীরুত জেলায় অক্সিজেনের অভাবে কোভিড-১৯ রোগীরা মারা যাচ্ছেন-এমন খবর সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ভেসে বেড়ানোর সূত্রে মঙ্গলবার আদালত এই রায় দেন। এছাড়াও আদালত উক্ত ঘটনার তদন্ত করারও আদেশ দিয়েছেন।
বিচারক সিদ্ধার্থ ভার্মা ও বিচারক অজিত কুমারের ডিভিশন বেঞ্চ এই তদন্তের নির্দেশ দেন। রাজ্যে করোনা সংক্রমণ ঠেকানো এবং কোয়ারেন্টাইন সেন্টারগুলোর অবস্থা বিবেচনায় জনস্বার্থ মামলার সূত্রে তারা এই রায় দেন।
আদালত জানান, 'শুধুমাত্র অক্সিজেন সরবরাহের অভাবে অসংখ্য মানুষ মারা যাওয়ার বেদনায় জর্জরিত আমরা। এটি শুধুমাত্র একটি অপরাধ নয়, বরং তা গণহত্যাসম একটি অপরাধ। কারণ নিরবচ্ছিন্ন অক্সিজেন সরবরাহ ও প্রদানের দায়িত্ব আমরা হাসপাতাল কর্তৃপক্ষের হাতে অর্পণ করেছি।'
আরো বলা হয়, 'আমরা কিভাবে আমাদের মানুষকে এভাবে মৃত্যুর হাতে ছেড়ে দেই, যেখানে বিজ্ঞান এতদূর এগিয়ে গিয়েছে যে হৃদযন্ত্র প্রতিস্থাপন ও মস্তিষ্কে অস্ত্রোপচারের মত চিকিৎসাও এখন আমাদের চারপাশে হচ্ছে।'
আদালত বলেন, 'আমরা এই ঘটনার তাৎক্ষণিক তদন্ত করা প্রয়োজন মনে করছি।'
আদালত মীরুত ও লক্ষ্ণৌ জেলা ম্যাজিস্ট্রেটকে ঘটনার তদন্ত করে ৪৮ ঘন্টার মধ্যে প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দিয়েছেন। সেই সাথে অনলাইনে পরবর্তী শুনানিতে অংশ নিতেও বলা হয়েছে তাদের।
মীরুতের একটি মেডিক্যাল কলেজের ট্রমা সেন্টারের আইসিইউতে গত শনিবার ৫ জন রোগী মারা যাওয়ার অভিযোগ দেয়া হয় আদালতকে।
একইভাবে, সান হাসপাতাল, গোমতী নগর, লক্ষ্ণৌ ও মীরুতের অন্যান্য বেসরকারি হাসপাতালগুলোতেও অক্সিজেন না থাকায় কোভিড-১৯ রোগীর চিকিৎসা বন্ধ করে দেয়ার খবর পাওয়া গিয়েছে।
- সূত্র- এনডিটিভি