অনুমোদন পাওয়া মাত্র যুক্তরাজ্যের উদ্দেশ্যে পাঠানো হয়েছে টিকার প্রথম চালান
অনুমোদন পাওয়া মাত্রই বেলজিয়ামের পুরস কারখানা থেকে ভ্যাকসিনের প্রথম চালান যুক্তরাজ্যের উদ্দেশ্যে পাঠিয়েছে ফাইজার। প্রথমেই আসছে ৮ লাখ ডোজ। ফাইজার কর্তৃপক্ষ এব্যাপারে নিশ্চিত করে।
টিকাটি তাপমাত্রা পরিবর্তন মোটেই সহ্য করতে পারে না। তাই এটি মাইনাস ৭০ ডিগ্রীর তাপমাত্রায় বিশেষ কন্টেইনারে পরিবহন করা হচ্ছে। কন্টেইনারটি ড্রাই আইস দিয়ে ভরা এবং প্রয়োজনে যাত্রাপথেই আরো ড্রাই আইস দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে। কন্টেইনার পৌঁছানোর পর সেখান থেকে স্যুটকেস আকৃতির ড্রাই আইস ভর্তি বাক্সে সেগুলো হাসপাতালে আনা হবে।
ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক বলেন, টিকা দেওয়ার জন্য জাতীয় স্বাস্থ্য সেবা ব্যবস্থা জনগণের সঙ্গে যোগাযোগ করবে। প্রথমে পরিচর্যা কেন্দ্রের বয়স্ক ব্যক্তি ও সেখানকার কর্মীরা টিকার ডোজ পাবেন। তাদেরকেই দেওয়া হয়েছে সর্বোচ্চ অগ্রাধিকার। এরপরে ৮০ বছরের বৃদ্ধ এবং স্বাস্থ্য সেবা খাতের কর্মীরা টিকা পেতে চলেছেন।
তবে যুক্তরাজ্যের হাসপাতালগুলোতে মাইনাস ৭০ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রায় টিকা সংরক্ষণের অবকাঠামো থাকায় সেখানে গিয়েই পরিচর্যা কেন্দ্রের কর্মীদের প্রথমে টিকা নিতে হবে। তারপর সরকারি স্বাস্থ্য কর্মী আর রোগীরাও এটি পাবেন। এই ব্যবস্থায় টিকা নষ্ট হওয়ার ঝুঁকি একেবারেই দূর হবে।
যুক্তরাজ্য ফাইজার/বায়োএনটেক কোভিড-১৯ টিকার ৪ কোটি ডোজ অর্ডার করেছে। জনপ্রতি দুই ডোজ করে লাগায় এতে করে ২ কোটি নাগরিককে প্রতিষেধকটি ইঞ্জেকশনের মাধ্যমে দেওয়া যাবে।
বিশ্বের প্রথম দেশ হিসেবে ফাইজার/বায়োএনটেক এর তৈরি কোভিড-১৯ টিকার ব্যবহার অনুমোদন করেছে যুক্তরাজ্য। দেশটির নিয়ামক সংস্থা- মেডিসিন্স অ্যান্ড হেলথকেয়ার প্রোডাক্ট রেগুলেটরি এজেন্সি (এমএইচআরএ) আজ বুধবার (২ ডিসেম্বর) এ অনুমোদনের কথা জানায়। ফলে গণ-টিকাদানের পথ প্রশস্ত হয়।
এমএইচআরএ জানায়, প্রতিষেধকটি কোভিড-১৯ এর বিরুদ্ধে ৯৫ শতাংশ সুরক্ষা দেয়- তারা এমন প্রমাণ পেয়েছে। ব্যবহারের জন্য নিরাপদ হওয়াতেই এটিকে সবুজ সংকেত দেওয়া হয়।
- সূত্র: বিবিসি ও ডেইলি মেইল