অযোধ্যায় হচ্ছে রাম মন্দির, মন্দিরের ২ হাজার ফুট নিচে থাকছে 'টাইম ক্যাপসুল'
দীর্ঘ আইনি লড়াইয়ের পর ভারতের অযোধ্যায় বাবরি মসজিদের বিতর্কিত জমিতে তৈরি হতে চলেছে রাম মন্দির। কিন্তু ভবিষ্যতে এরকম বিতর্ক এড়াতে মন্দিরের নীচে একটি টাইম ক্যাপসুল রাখা হবে বলে জানিয়েছেন শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্রের সদস্য কমেশ্বর চৌপাল।
ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসকে তিনি বলেন, 'রাম জন্মভূমির জন্য লড়াই বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মকে একটি বিষয় শিখিয়েছে। রামের জন্মভূমি নির্ধারণে দীর্ঘ আইনি লড়াই থেকে বোঝা গিয়েছে বিষয়টি। তাই মন্দিরের ২,০০০ ফুট নীচে একটি টাইম ক্যাপসুল রাখা হবে, যাতে ভবিষ্যতে কেউ (এলাকার) ইতিহাস দেখতে চান, তাহলে রাম জন্মভূমির জন্য লড়াই সংক্রান্ত সব তথ্য পাওয়া যাবে।'
আগামী ৫ আগস্ট অযোধ্যায় রাম মন্দির নির্মাণের কাজ শুরু হবে। উপস্থিত থাকবেন ভারতের প্রধানমন্ত্রী মোদী। গত বছর সুুপ্রিম কোর্টের রায়ের পর সুগম হয়ে গিয়েছিল অযোধ্যায় রাম মন্দির হওয়ার পথ।
বিতর্কিত ওই জমির মালিকানা নিয়ে হিন্দু-মুসলিম দুই সম্প্রদায়ের লোকজন গত কয়েক যুগ ধরে এই মামলা লড়ছিল।
কয়েক দশক ধরে আদালতে বিচারাধীন থেকে রাজনৈতিকভাবে স্পর্শকাতর হয়ে আছে এ অযোধ্যা মামলা। ২ দশমিক ৭৭ একর জমি নিয়ে এ দ্বন্দ্ব। হিন্দু ও মুসলিম উভয় সম্প্রদায়ই এ জমির দাবিদার। অবশেষে রামমন্দিরের পক্ষেই যায় আদালতের রায়।
হিন্দু ধর্মাবলম্বীদের বিশ্বাস, ভগবান রামচন্দ্রের জন্মভূমিতে মুসলিমরা ষোড়শ দশকে বাবরী মসজিদ নির্মাণ করে। সেকারণে ১৯৯২ সালে উগ্র হিন্দুত্ববাদীরা মসজিদটি গুড়িয়ে দেয়। মসজিদ ভাঙা নিয়ে হিন্দু-মুসলিম সহিংসতায় ভারতজুড়ে তিন হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছিল। এই রাম মন্দির ও বাবরি মসজিদের বিষয়টি ছিল ১৯৮০'র দশকের অন্যতম রাজনৈতিক ইস্যু।