আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিম করোনায় আক্রান্ত?
কুখ্যাত আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিম ও তার স্ত্রী মেহেজবিন করোনায় আক্রান্ত হয়েছেন। ১৯৯৩ সালে মুম্বাই বিস্ফোরণের মূল অভিযুক্ত দাউদ ইব্রাহিম ও তার স্ত্রী।
হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এই তথ্য জানা গেল।
এর আগে ভারত সরকারের একাধিক গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যমগুলো জানায়, ডন দাউদ ইব্রাহিম ও তার স্ত্রী মেহেজবিন করোনায় আক্রান্ত হয়েছেন। শুধু দাউদ ও তার স্ত্রী নয়, করোনা আক্রান্ত হয়েছেন এ ডনের একজন ব্যক্তিগত দেহরক্ষী এবং কর্মীও।
জানা যায়, দাউদের বডিগার্ড ও অন্য সহায়কদের কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। দাউদ ও তার স্ত্রী মেহেজবিন চিকিৎসাধীন। করাচির এক মিলিটারি হাসপাতালে দাউদ ও তার স্ত্রীর চিকিৎসা চলছে।
তবে ডন দাউদ ইব্রাহিম ও তার স্ত্রী মেহেজবিন করোনায় আক্রান্ত হবার খবর সম্পূর্ণ ভুয়া বলে নাকচ করে দিয়েছেন দাউদ ইব্রাহিমের ভাই আনিস ইব্রাহিম। আন্ডারওয়ার্ল্ড 'ডি-কোম্পানি'র সমস্ত আর্থিক লেনদেনের বিষয় দেখাশোনা করেন আনিস।
আনিস ইব্রাহিমের সরাসরি বরাত দিয়ে ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিস (এআইএনএস) এর এক প্রতিবেদন জানায়, দাউদ ইব্রাহিম ও পরিবারের কেউই করোনায় আক্রান্ত নয়। তারা এখন তাদের বাড়িতে কোয়ারেন্টিনে আছে। এদিকে সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তানের করাচিতে ব্যবসা পরিচালনার কথাও স্বীকার করেন আনিস ইব্রাহিম।