আফগানিস্তানে পুলিৎজার বিজয়ী ভারতীয় ফটোসাংবাদিক নিহত
পুলিৎজার পুরস্কারজয়ী ভারতীয় ফটোসাংবাদিক দানিশ সিদ্দিকী আফগানিস্তানের কান্দাহারে নিহত হয়েছেন। তিনি আফগান নিরাপত্তা বাহিনীর সঙ্গে থেকে একটি প্রতিবেদন তৈরির কাজ করছিলেন।
শুক্রবার ভারতে নিযুক্ত আফগান রাষ্ট্রদূত ফরিদ মামুন্দজে এই তথ্য জানান।
মামুন্দজে টুইটারে লিখেন, 'গত রাতে কান্দাহারে বন্ধু দানিশ সিদ্দিকী নিহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করছি। পুলিৎজার পুরস্কার বিজয়ী এই ভারতীয় সাংবাদিক আফগান নিরাপত্তা বাহিনীর সঙ্গেই ছিলেন। দুই সপ্তাহ আগে কাবুলের উদ্দেশ্যে যাত্রার আগে তার সঙ্গে আমার দেখা হয়। তার পরিবার ও রয়টার্সের প্রতি আমার সমবেদনা রইল।'
আফগানিস্তানের টোলো নিউজ চ্যানেল তাদের নিজস্ব সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, সিদ্দিকী কান্দাহারের স্পিন বোলডাক জেলায় নিহত হয়েছেন। এর বাইরে আর কোনো তথ্য তারা দেয়নি।
সম্প্রতি আফগান স্পেশাল ফোর্সেসের একটি উদ্ধার কার্যক্রম নিয়ে প্রতিবেদন লিখেছিলেন সিদ্দিকী। উদ্ধারের মিশনটি ছিল একজন পুলিশকে নিয়ে, যিনি দলের বাকিদের থেকে আলাদা হয়ে যান এবং কয়েক ঘণ্টা ধরে একাই তালেবানদের বিরুদ্ধে যুদ্ধ করেন।
সিদ্দিকীর করা প্রতিবেদনে আফগান বাহিনীর কিছু যানবাহনের গ্রাফিক ছবিও অন্তর্ভুক্ত ছিল, যেগুলোকে লক্ষ্য করে রকেট ছুঁড়ছিল তালেবানরা।
আফগানিস্তানের দক্ষিণাঞ্চলের কান্দাহার প্রদেশের রাজধানী কান্দাহার শহরজুড়ে ব্যাপক গোলাগুলির খবর পাওয়া গেছে। শহরের আশেপাশের মূল অঞ্চলগুলো তালেবানরা দখলে নিয়ে নিয়েছে এবং আফগান নিরাপত্তা বাহিনীকে তারা শহরতলির একটি পুলিশি অঞ্চলে সীমাবদ্ধ থাকতেই ব্যস্ত রেখেছে।
শহরের নিরাপত্তা পরিস্থিতির ক্রমশ অবনতি ঘটতে থাকায় ১০ জুলাই ভারতীয় বিমানবাহিনীর একটি ফ্লাইটে করে কান্দাহারের দূতাবাস থেকে থেকে ৫০ জন কূটনীতিবিদ, সাহায্যকারী কর্মী ও নিরাপত্তা কর্মী সরিয়ে নিয়েছে ভারত।
পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের চামান জেলার সঙ্গে সংযুক্ত একটি প্রধান সীমান্ত ক্রসিং তালেবানরা দখলে নেওয়ার পর গত কয়েকদিন ধরেই স্পিন বোলডাক জেলায় তীব্র সংঘর্ষ চলছে।
-
সূত্র: হিন্দুস্তান টাইমস