আমার কী হারাল, তা আমিই জানি: জয় গোস্বামী
শঙ্খ ঘোষের প্রয়াণে তিনি 'নিঃস্ব' হয়ে গেলেন বলে আনন্দবাজার পত্রিকাকে জানিয়েছেন কবি জয় গোস্বামী। শঙ্খ ঘোষের প্রয়াণে শুধুমাত্র বাংলা সাহিত্যজগতই নয়, ব্যক্তিগত ভাবে তারও অপূরণীয় ক্ষতি হল, জানিয়েছেন তিনি।
গত ১৪ এপ্রিল থেকে করোনায় আক্রান্ত ছিলেন শঙ্খ ঘোষ। হাসপাতালে অনীহা তাই বাড়িতেই আইসোলেশনে ছিলেন তিনি।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন থেকে জানা যায়, করোনায় আক্রান্ত হয়েছিলেন কয়েকদিন আগেই। বিভিন্ন বার্ধক্যজনিত সমস্যাতেও ভুগছিলেন তিনি। কোভিড সংক্রমণ ধরা পরার পর ঝুঁকি না নিয়ে বাড়িতেই রাখা হয়েছিল তাকে। যদিও সেই সময় তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানানো হয়েছিল।
তবে শেষ পর্যন্ত সবার আশঙ্কাকে সত্যি করে বিদায় নিলেন বাংলা সাহিত্য জগতের এ নক্ষত্র।
সংবাদমাধ্যমে জয় গোস্বামী বলেন, ''বাংলা সাহিত্যজগতে মহা বটবৃক্ষের পতন ঘটল। তরুণ কবি এবং লেখকদের মাথার উপর পিতা এবং অভিভাবকস্বরূপ বিরাজ করছিলেন উনি। জাতির বিবেক হিসেবে ছিলেন। মাথার উপর থেকে সেই আশ্রয় সরে গেল। নিঃস্ব হলাম।''
তার কবিতা লিখে যাওয়ার পেছনে শঙ্খ ঘোষের ভূমিকাও একাধিক বার জয় গোস্বামীর মুখে উঠে এসেছে। গুরুপ্রণাম হিসেবে 'জয়ের শঙ্খ' বইও লিখেছেন তিনি।
প্রায় ৪৫ বছরের পরিচিতি দুই কবির। জয়ের ভাষ্যে, ''আমার কী হারাল তা, আমিই জানি। আর বাংলা সাহিত্যজগৎ কী হারাল, তা যত দিন যাবে, ততই বুঝবে সকলে।''
- সূত্র:আনন্দবাজার পত্রিকা