ইতালিতে সকল ফ্লাইট স্থগিত করছে এমিরেটস
আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনাকারী সংস্থা এমিরেটস এয়ারলাইন্স ইতালিতে তাদের সকল ফ্লাইট স্থগিত করা হয়েছে। দুবাই ও ইতালির মধ্যে এমিরেটস এয়ারলাইনের সর্বশেষ ফ্লাইটটি আজ শনিবার রোম থেকে পরিচালিত হবে।
শনিবার এমিরেটস এয়ারলাইন্সের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১২ মার্চ ভেনিস, ১৩ মার্চ মিলান এবং বালোনা থেকে এমিরেটসের সর্বশেষ ফ্লাইট উড্ডয়ন করেছে। ১৪ ই মার্চ রোম থেকে সর্বশেষ ফ্লাইটটি আসবে।
এমিরেটস এয়ারলাইন্সের সর্বশেষ আপডেট সম্পর্কে জানতে https://www.emirates.com/ae/english/help/travel-updates/#3515 লিংকে খোঁজ নিতে বলা হয়েছে।
যুক্তরাষ্ট্রগামী যাত্রীদের থার্মাল স্ক্যানিং করা হচ্ছে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে
বিজ্ঞপ্তিতে জানানো হয়, দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে ১২ মার্চ থেকে যুক্তরাষ্ট্রগামী সকল যাত্রীদের থার্মাল স্ক্রিনিং করা হচ্ছে। করোনা ভাইরাসজনিত সর্বশেষ অবস্থার পরিপ্রেক্ষিতে অনুরূপ সিদ্ধান্ত গ্রহণ করেছে এমিরেটস।
সেখানে আরও বলা হয়, যাত্রীদের স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করতে দুবাই বিমানবন্দর থেকে বিভিন্ন গন্তব্যে ভ্রমণকারী সকল যাত্রীদের ক্রমান্বয়ে থার্মাল স্ক্রিনিংয়ের আওতায় আনার পরিকল্পনা রয়েছে এমিরেটসের।
এমিরেটস জানিয়েছে, তাদের নিজস্ব উদ্যোগে প্রতিদিন দুবাই থেকে উড্ডয়নকারী ২৪৮টি উড়োজাহাজের প্রতিটিতে পরিচ্ছন্নতা ও জীবাণুনাশক কার্যক্রম জোরদার করেছে। এই লক্ষ্যে উচ্চমানের অধিক শক্তিশালী রাসায়নিক ব্যবহৃত হচ্ছে, যা বিভিন্ন ব্যাকটেরিয়া ও ভাইরাস নিধনে কার্যকর বলে প্রমাণিত। সকল আসনের হেড রেস্ট কভার পরিবর্তন, পড়ার সামগ্রী প্রতিস্থাপন, ভ্যাকুয়াম ক্লিনিংসহ অন্যান্য নিয়মিত কার্যক্রমের অতিরিক্ত উড়োজাহাজের কেবিনের সকল এলাকা জীবাণুনাশক রাসায়নিকের সাহায্যে নিয়মিত পরিস্কার করা হচ্ছে।
বিজ্ঞপ্তিতে তারা বলছে, কোন ফ্লাইটে সন্দেহজনক করোনা ভাইরাস আক্রান্ত যাত্রী পাওয়া গেলে উড়োজাহাজে অতিরিক্ত পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে যার মধ্যে রয়েছে সকল কেবিনে ডিফগিং, জীবাণুনাশকের সাহায্যে মিস্টিং, যাত্রীর নিকটবর্তী এলাকায় সকল সিট কভার, কুশন ইত্যাদির প্রতিস্থাপন। উড়োজাহাজে ব্যবহৃত জীবাণু প্রতিরোধী হেপা ফিল্টারের প্রতিস্থাপন এই কার্যক্রমের অন্তর্ভূক্ত।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ৩১ মার্চ ২০২০ পর্যন্ত ক্রয়কৃত টিকিটের ভ্রমণ তারিখ পরিবর্তন এবং রি-ইস্যুর ক্ষেত্রে প্রয়োজনীয় ফি তুলে নিয়েছে এমিরেটস। ৭ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত ক্রয়কৃত সকল টিকিটের ক্ষেত্রে ক্যানসেলেশন ও রিফান্ড ফি প্রত্যাহার করা হয়েছে।