ইয়েমেনে মার্কিন অভিযানে আল-কায়েদার শীর্ষ নেতা নিহত
ইয়েমেনে মার্কিন অভিযানে নিহত হয়েছেন আরবীয় উপদ্বীপ আল-কায়েদার (একিউএপি) শীর্ষ নেতা কাসিম আল-রায়মি।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ তথ্য জানিয়েছেন বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।
মার্কিন প্রেসিডেন্টের দপ্তর হোয়াইট হাউজ জানিয়েছে, ২০১৫ সাল থেকে একিউএপির নেতৃত্ব দিয়ে আসা কাসিম আল-রায়মি যুক্তরাষ্ট্রের অভিযানে নিহত হয়েছেন।
শূন্য দশকে পশ্চিমা স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন স্থাপনা ও কার্যক্রমে সিরিজ হামলায় নেতৃত্ব দিয়েছেন এই আল-কায়েদা নেতা।
যুক্তরাষ্ট্রের ড্রোন হামলায় পূর্বসূরি নিহত হওয়ার পর একিউএপির দায়িত্ব নেন আল-রায়মি।
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-সমর্থিত বিভিন্ন সরকার উৎখাত ও এই অঞ্চলে সব ধরনের পশ্চিমা প্রভাব রুখতে ইয়েমেন ও সৌদি আরবের দুটি শাখা থেকে আসা কর্মীরা ২০০৯ সালে একিউএপি গঠন করেন।
সংগঠনটি ইয়েমেনে বিভিন্ন সফল অভিযান চালিয়েছে। দেশটিতে বছরের পর বছর ধরে চলা রাজনৈতিক অস্থিতিশীলতার সুযোগ নিয়েছে তারা।
জানুয়ারির শেষের দিকে যুক্তরাষ্ট্রের ড্রোন হামলায় আল-রায়মির মৃত্যু নিয়ে গুজব ছড়িয়েছিল। জবাবে একিউএপি গত ২ ফেব্রুয়ারি নেতার কণ্ঠ সংবলিত একটি অডিওবার্তা প্রকাশ করে।
হোয়াইট হাউসের সর্বশেষ বিবৃতিতে আল-রায়মির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হলেও কখন তাকে হত্যা করা হয়েছে, তা জানানো হয়নি।