এক দশকের মধ্যে সিগারেট নিষিদ্ধের আহবান জানালো তামাকপণ্য কোম্পানি ফিলিপ-মরিস
যুক্তরাজ্য সরকারের প্রতি আগামী এক দশকের মধ্যে সিগারেট নিষিদ্ধের আহবান জানিয়েছেন শীর্ষস্থানীয় তামাকপণ্য ব্যবসা প্রতিষ্ঠান ফিলিপ-মরিস ইন্টারন্যাশনালের প্রধান নির্বাহী জ্যাসেক ওলসজ্যাক। কর্তৃপক্ষ তার আহবানে সাড়া দিলে ফিলিপ-মরিসের নিজস্ব সিগারেট ব্র্যান্ড মার্লবোরো-ও নিষিদ্ধ হবে।
ওলসজ্যাক বলেছেন, "ফিলিপ-মরিস একটি ব্যবসা প্রতিষ্ঠান হিসেবে তামাকমুক্ত বিশ্বের ভবিষ্যৎ স্পষ্ট বুঝতে পারছে। আর যত দ্রুত এটি বাস্তবে রূপ নিবে সবার জন্য ততোই কল্যাণকর হবে।"
সিগারেটের ক্ষতিকর দিকটির ওপর জোর দিয়ে তিনি আরও বলেন, "পেট্রোল চালিত কার যেমন পরিবেশ দূষণের জন্য দায়ী বলে বিবেচিত, সিগারেটকেও সেভাবে দেখা উচিত। তাই ২০৩০ সালের মধ্যে এ পণ্যের বিকিকিনি বন্ধ করতে হবে।"
ব্রিটিশ দৈনিক সানডে টেলিগ্রাফকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, অনেক ধূমপায়ী সিগারেট ছাড়া নিয়ে সংশয়ে ভুগছেন। তারা ভাবছেন বিকল্প পণ্যের চাইতে সিগারেট-ই ভালো। তবে সরকার কঠোর পদক্ষেপ নিলে এ সংশয় কেটে যাবে।"
"জনগণকে ধূমপানের বিকল্প পণ্য বেঁছে নেওয়ার সুযোগ দিতে হবে। সঠিক নীতিমালা ও তথ্যের ভিত্তিতে আগামী ১০ বছরের মধ্যেই কিছু দেশে এ লক্ষ্য অর্জন করা সম্ভব। ফলে চিরতরে ধূমপানের সমস্যা দূর হবে," যোগ করেন তিনি।
এদিকে কিছুদিন আগে ফিলিপ-মরিস এক বিবৃতিতে জানিয়েছিল, তারা মোট আয়ের অর্ধেক নন-স্মোকিং প্রোডাক্টের মাধ্যমে করতে চায়।
ধূমপানমুক্ত বিশ্ব গড়ার নতুন মিশন নিয়ে ধীরে ধীরে একটি স্বাস্থ্য সেবামূলক কোম্পানিতে পরিণত হওয়ার লক্ষ্য থেকেই যা করা হবে। এ লক্ষ্য অর্জনের সফলতার ওপর কোম্পানির নির্বাহীদের বেতন-ভাতা নির্ধারণ করার কথাও জানানো হয় সেসময়।
তবে ফিলিপ-মরিসের বিরুদ্ধে সাম্প্রতিক সময়ে দ্বিচারিতার অভিযোগ তুলেছে ধূমপান বিরোধী আন্দোলনকারীরা। কোম্পানিটি প্রায় ১০০ কোটি ডলারে অ্যাজমার ইনহেলার প্রস্তুতকারক ব্রিটিশ ফার্মেসী কোম্পানি ভেকচুরা'কে কেনার উদ্যোগ নিলে এ অভিযোগ করেন তারা।
ধূমপান বিরোধীদের দাবি, তামাক কোম্পানিগুলো কৌশলে নিজেদের ধূমপানহীন বিশ্ব গড়ার অংশ করছে। একইসময় তারা আগ্রাসীভাবে মারাত্মক ক্ষতিকর সিগারেটের বিক্রি ও বিজ্ঞাপন অব্যাহত রেখেছে। অথচ বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, প্রত্যক্ষ ও পরোক্ষ ধূমপানের কারণে প্রতি বছর বিশ্বে ৮০ লাখ মানুষের মৃত্যু হয়।
- সূত্র: দ্য গার্ডিয়ান