এখানেই নয় শেষ,পরের অতিমারির জন্য বিশ্বকে তৈরি হতে বললেন হু' প্রধান
করোনাভাইরাসের সংক্রমণ কতদিনে পিছু ছাড়বে, তার ঠিক নেই। এর মধ্যে পরের অতিমারীর জন্য গোটা বিশ্বকে তৈরি হতে বললেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান ড. টেড্রস আধানম গ্যাব্রিয়েসুস। পরের অতিমারীর জন্য এখন থেকেই প্রস্তুত হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।
করোনাভাইরাসে এপর্যন্ত গোটা বিশ্বে আক্রান্ত হয়েছেন ২,৭৩,৩২,৫৩২ জন। মৃত্যু হয়েছে ৮,৯২,৪৪১ জনের। এর মধ্যে দ্বিতীয় অতিমারির জন্য প্রস্তুত হতে বলল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। গত সোমবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা( হু) মহাপরিচালক গেব্রিয়াসুস বলেন, 'করোনার আগেও বিশ্বে অতিমারির প্রকোপ দেখা দিয়েছে এবং করোনার পরেও তা দেখা দেবে। করোনাভাইরাস মানব সভ্যতার শেষ অতিমারি নয়।'
সে কারণে এখন থেকেই বিশ্বের সমস্ত দেশকে জনস্বাস্থ্য ব্যবস্থা আরও উন্নত করার পরামর্শ দেন তিনি। করোনা আমাদের বড় শিক্ষা দিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন- হু' প্রধান। এখন থেকেই স্বাস্থ্যখাতে আরও বেশি করে বিনিয়োগ করা জরুরি, বলে জানান তিনি। যাতে পরবর্তী অতিমারীর মোকাবিলা আরও ভালোভাবে করা যায়।
এদিন হু প্রধান টেড্রোস জেনেভায় আয়োজিত একটি সাংবাদিক সম্মেলনে বলেন, 'এটাই শেষ অতিমারি নয়। ইতিহাস আমাদের শিখিয়েছে যে সংক্রমণ এবং অতিমারি আমাদের জীবনের অঙ্গ। কিন্তু, পরের অতিমারি আসার আমাদের আরও একটু ভালোভাবে প্রস্তুত হয়ে থাকতে হবে। তার জন্য সব দেশকে তাদের গণস্বাস্থ্য পরিকাঠামো আরও উন্নত করতে হবে।'
এদিকে সোমবার সংক্রমণে নয়া নজির গড়ে ভারতে প্রায় ৯১ হাজার মানুষ আক্রান্ত হন। ফলে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৪২ লাখ ছাড়িয়ে যায়। মোট সংক্রমণে বিশ্ব-তালিকার আগেই দ্বিতীয় স্থানে উঠে এসেছে ভারত। ভারতের ঠিক উপরেই রয়েছে আমেরিকা। এ ছাড়াও বিশ্ব স্বাস্থ্য সংস্থার দেওয়া তথ্য বলছে, একদিনের সর্বাধিক সংক্রমণের নিরিখে বিশ্বে প্রায় এক মাস ধরে শীর্ষে রয়েছে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের বৃহৎ প্রতিবেশীটি।
- সূত্র: এই সময়