ওয়ালমার্টের ব্রিটিশ অঙ্গঃপ্রতিষ্ঠান ৮৮০ কোটি ডলারে কিনছেন দুই মুসলিম বিলিয়নিয়ার
ব্রিটিশ মুসলিম বিলিয়নিয়ার ইসা ভাতৃদ্বয় এবং বেসরকারি পুঁজি সঞ্চালন গ্রুপ টিডিআর ক্যাপিটাল যুক্তরাজ্যের অন্যতম বৃহৎ সুপারমার্কেট চেইন-আসডা কিনে নিতে- এর মূল মালিকানা প্রতিষ্ঠান ওয়ালমার্ট'কে ৮৮০ কোটি ডলারের এক বিশাল দর প্রস্তাব করেছে।
প্রতিষ্ঠানটি কিনে নিয়ে এর আওতায় আরও শাখা চালু করতে চান দরদাতারা।
ওয়ালমার্ট এতে রাজি হলে আসডার মালিকানা লাভ করবেন মোহসিন এবং যুবায়ের ইসা নামক দুই ধনকুবের ভাই। প্রায় দুই দশক আগে তারা পেট্রোল স্টেশন ব্যবসার লক্ষ্যে ইজি গ্রুপ প্রতিষ্ঠা করেছিলেন। পাশাপাশি, ১৯৯৯ সালের পর আবারও ব্রিটিশ মালিকানায় ফিরবে আসডা। ওই বছর ৬৭০ কোটি ডলারে সুপারশপ চেইনটি কিনেছিল ওয়ালমার্ট।
কেনার পর ব্রিটেনের তৃতীয় বৃহৎ সুপারমার্কেটটির ব্যবসা বাড়াতে তুলনামূলক ছোট আবাসিক এলাকাতেও এর শাখা খুলতে আগ্রহী নতুন মালিকেরা। এরফলে আসডা তার অন্যান্য বাণিজ্যিক প্রতিদ্বন্দ্বী, যেমন টেসকো এবং সেইন্সবারির সঙ্গে প্রতিযোগীতার সক্ষমতা আরও বাড়াতে পারবে।
প্রথম ও দ্বিতীয় অবস্থানে থাকা এ দুইটি চেইন ইতোমধ্যেই ছোট শাখা বিস্তারের মাধ্যমে ব্যবসায়ে দারুণ সফলতা পেয়েছে।
তবে বিক্রির পরও আসডা'য় কিছুটা মালিকানা থাকবে ওয়ালমার্টের। অংশীদারিত্বের পরিমাণ এখনও নিশ্চিত করে জানা যায়নি। পাশাপাশি যুক্তরাজ্যের খুচরা ব্যবসায়ের অভিজ্ঞ ব্যবসায়ী রজার বার্নলি বহাল থাকবেন আসডার মূখ্য নির্বাহী পদে। খবর আরব নিউজের।
এব্যাপারে ইসা ভাইদের দপ্তরের এক বিবৃতি জানায়, ''সফলতার সঙ্গে ওয়ালমার্ট গ্রুপের অঙ্গঃপ্রতিষ্ঠান থাকা আসডাকে আমরা অন্য ধরনের ব্যবসায়ীক মডেলে নিয়োজিত করতে আগ্রহী। এর মাধ্যমে যুক্তরাজ্য জুড়ে সকল জনসমষ্টির জন্য সেবা প্রদানের সুযোগ সৃষ্টি করা হবে।''
এছাড়াও, তারা দুজনে আগামী তিন বছরে আসডা'র বিক্রিত ভোক্তাপণ্যের দর কম রাখতে বাড়তি শত কোটি পাউন্ড বিনিয়োগ করবেন।
ব্রিটিশ অর্থমন্ত্রী রিশি সুনাক আসডা বিক্রয়ের নতুন চুক্তিটিকে স্বাগত জানিয়েছেন। বিক্রয়ের পর উত্তর ইংল্যান্ডের লিডস শহরে এর সদর দপ্তর থাকবে।