করাচি স্টক এক্সেচেঞ্জে জঙ্গি হামলা, নিহত ৭
পাকিস্তানের বাণিজ্যিক রাজধানী করাচিতে জাতীয় স্টক এক্সচেঞ্জ ভবনে হামলার চেষ্টাকালে নিরাপত্তা বাহিনীর হাতে চার জঙ্গি নিহত হয়েছে। সংঘর্ষ চলাকালে পুলিশের তিন কর্মকর্তাও মারা যান। অপর তিন পুলিশ সদস্যসহ আহত হয়েছেন আরও ৭ জন। আজ সোমবার স্থানীয় সময় সকাল ১০টায় জঙ্গিরা এই হামলা চালায়।
পুলিশের বিবৃতিতে বলা হয়, রাইফেল এবং গ্রেনেড সজ্জিত চার সন্ত্রাসী হামলায় অংশ নেয়। এসময় তারা পিএসএক্স চত্বরে প্রবেশের চেষ্টা করে।
ওই এলাকায় পাকিস্তানের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ব্যাংকের প্রধান কার্যালয় অবস্থিত হওয়ায় সেটি একটি কড়া নিরাপত্তা বেষ্টিত। তাই হামলার খবর পাওয়া মাত্রই সেখানে পুলিশ এবং বিশেষ বাহিনী সিন্ধু রেঞ্জার্সের সদস্যরা উপস্থিত হন। তাদের পাল্টা হামলায় সকল সন্ত্রাসী নিহত হয়। খবর দ্য ডনের।
পুলিশি সূত্র আরও জানায়, সন্ত্রাসীদের কাছে অত্যাধুনিক অস্ত্র, হাতবোমা এবং অন্যান্য বিস্ফোরক দ্রব্য ছিল। এসব সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। জরুরি পরিস্থিতি মোকাবিলায় বোমা নিষ্ক্রিয়করণ দলের সদস্যরাও সেখানে উপস্থিত ছিলেন। পিএসএক্স চত্বরের বাইরে রাখা সন্দেহভাজন একটি গাড়ি তল্লাশি করেন তারা। ধারণা করা হচ্ছে, হামলাকারীরা এই গাড়ি ব্যবহার করেছিল।