করোনার টিকা আসার আগেই অর্ধেক বরাদ্দ দিয়ে রেখেছে ধনী দেশগুলো: অক্সফাম
করোনা প্রতিষেধক এখনও বাজারে আসেনি, কবে আসবে তাও নিশ্চিত করে বলা যাচ্ছে না। অথচ এর মধ্যেই অর্ধেক 'বুকিং' হয়ে গিয়েছে প্রায় অর্ধেকের মতো টিকার ডোজ। বিশ্বের ধনী দেশগুলো মোটা অংকের টাকা দিয়ে এই বরাদ্দ দিয়ে রেখেছে। সম্প্রতি অক্সফামের এক সমীক্ষায় এমন তথ্য ধরা পড়েছে।
মূলত পাঁচটি ওষুধপ্রস্তুতকারী সংস্থার সম্ভাব্য ভ্যাকসিন ক্লিনিক্যাল ট্রায়ালের শেষের ধাপে রয়েছে। এরা হল: অ্যাস্ট্রাজ়েনেকা, গ্যামালিয়া, মডার্না, ফাইজ়ার এবং সিনোভ্যাক।
রিপোর্টে দাবি করা হয়েছে, এদের সঙ্গে লক্ষ লক্ষ ডোজের ভ্যাকসিন কেনার আগাম চুক্তি সেরে ফেলেছে ধনী দেশগুলো। রিপোর্টটি জানাচ্ছে, ওই পাঁচটি সংস্থা মোট ৫৯০ কোটি ডোজের ভ্যাকসিন তৈরি করতে সক্ষম। এখনও পর্যন্ত ৫৩০ কোটি ডোজের সরবরাহ নিশ্চিত হয়েছে। এর মধ্যে ২৭০ কোটি ডোজই (৫১ শতাংশ) আগাম কিনে ফেলেছে আমেরিকা, ব্রিটেন, ইউরোপীয় ইউনিয়ন, অস্ট্রেলিয়া, হংকং, ম্যাকাউ, জাপান, সুইৎজারল্যান্ড এবং ইজরায়েল। বাকি ২৬০ কোটি ডোজ়র কিছু কিনেছে ভারত, চিনের মতো কিছু দেশ। কিছু দেশ কেনার প্রতিশ্রুতি দিয়েছে। অথচ এই ধনী দেশগুলোর জনসংখ্যা বিশ্বের মাত্র ১৩ শতাংশ।
অক্সফামের এক কর্মকর্তা বলেন, ''একটা জীবনদায়ী প্রতিষেধক, সেটা আপনি কোন দেশে থাকেন, কিংবা কী পরিমাণ অর্থ রোজগার করেন, তার উপর নির্ভর করা উচিত নয়।'' তার কথায়, ''দ্রুত নিরাপদ ও কার্যকরী ভ্যাকসিন তৈরি হওয়া জরুরি। কিন্তু ততটাই গুরুত্বপূর্ণ বিষয় হল— এমন ভ্যাকসিন তৈরি, যা সবার কেনার সামর্থ্য থাকে এবং যা সবার কাছে পৌঁছায়।''
ভ্যাকসিন আবিষ্কার হলে তা ধনী দেশগুলোর কুক্ষিগত হয়ে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থাও। তারা বারবারই সতর্ক করছে, শুধু ধনী দেশগুলো যদি ভ্যাকসিন পায়, তা হলে পৃথিবী করোনা-মুক্ত হবে না। সে ক্ষেত্রে বিপদ থেকেই যাবে।