প্রাথমিক পরীক্ষায় সুরক্ষিত প্রমাণিত হলো মডের্নার তৈরি ভ্যাকসিন
প্রাথমিক প্রয়োগে মানবদেহের জন্য নিরাপদ বলে প্রমাণিত হলো যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ভিত্তিক বায়োটেক কোম্পানি- মডের্নার তৈরি করোনাভাইরাস প্রতিষেধক। গত মঙ্গলবার মোট ৪৫ জন সুস্থ স্বেচ্ছাসেবীর দেহে সফল পরীক্ষার ফল প্রকাশ করেন মার্কিন গবেষকরা।
গবেষণায় দেখা গেছে, ভ্যাকসিনটির দুইটি ডোজ গ্রহণ করা স্বেচ্ছাসেবীদের দেহে করোনাভাইরাস মোকাবিলায় সক্ষম উচ্চ-মাত্রার প্রাকৃতিক রোগ প্রতিরোধ ব্যবস্থা (অ্যান্টিবডি) তৈরি হয়েছে। এমনকি কোভিড-১৯ আক্রান্ত হয়ে যারা সেরে উঠেছেন, তাদের চাইতেও বেশি পরিমাণে অ্যান্টিবডি লক্ষ্য করা গেছে স্বেচ্ছাসেবীদের দেহে। এই অ্যান্টিবডি দেহে আক্রমণকারী করোনাভাইরাসকে মেরে ফেলতে উচ্চমাত্রার সফলতা দেখিয়েছে বলে জানানো হয়।
গবেষকরা সফল পরীক্ষার কথা চিকিৎসা বিজ্ঞানের অন্যতম শীর্ষ সাময়িকী নিউ ইংল্যান্ড জার্নাল অব মেডিসিনে লেখা এক প্রবন্ধে প্রকাশ করেন।
প্রবন্ধটি জানায়, গবেষণাধীন ভ্যাকসিনের প্রয়োগে সেবচ্ছাসেবীদের দেহে মারাত্মক কোনো পার্শ্ব-প্রতিক্রিয়া লক্ষ্য করা যায়নি। তবে তাদের অর্ধেকই ক্লান্তি, মাথাব্যথা, মাংসপেশি টান ধরা, শরীরে হালকা শীত শীত অনুভব করা এবং ইঞ্জেকশনের জায়গায় ব্যথার মতো মৃদু ও সামান্য উপসর্গে ভুগেছেন। বিশেষ করে, প্রতিষেধকের দ্বিতীয় ডোজ গ্রহণকারীদের দেহে এমন উপসর্গ বেশি দেখা গেছে।
বিশেষজ্ঞরা বলছেন, পৃথিবী থেকে করোনার হুমকি নির্মূলে এর কার্যকর টিকা বা ভ্যাকসিন আবিষ্কারের কোনো বিকল্প নেই। ইতোমধ্যেই কোভিড-১৯ এর তাণ্ডবে বিশ্বব্যাপী প্রাণ হারিয়েছেন প্রায় ৫ লাখ ৭৫ হাজার জন।
এ অবস্থায় চলতি বছরের প্রথমদিক থেকেই বিশ্বব্যাপী শুরু হয় ভ্যাকসিন তৈরির প্রতিযোগিতা। প্রায় ১৮টি স্বতন্ত্র প্রতিষেধক তৈরির গবেষণা চলছে বিশ্বজুড়ে। তবে মডের্নাই প্রথম প্রতিষ্ঠান, যারা মানবদেহে সবার আগে গবেষণাধীন ভ্যাকসিনের পরীক্ষামূলক প্রয়োগ শুরু করে।
চীন নতুন করোনাভাইরাসের জেনেটিক সিকোয়েন্স প্রকাশ করার ৬৬ দিনের মাথায় এসব পরীক্ষা শুরু করে কোম্পানিটি।
ভ্যাকসিনের সফল পরীক্ষায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউড অব অ্যালার্জি অ্যান্ড ইনফেকশাস ডিজিসের প্রধান ডা. অ্যান্থনি ফসি। তিনি গবেষণার ফলাফলকে 'শুভ সংবাদ' বলে উল্লেখ করেন। একইসঙ্গে এর প্রয়োগের ফলে গুরুতর পার্শ্ব-প্রতিক্রিয়া ছাড়াই শরীরে যে উচ্চমাত্রার ভাইরাস প্রতিরোধী সক্ষমতা তৈরি হয়েছে তাকে 'যৌক্তিকভাবে উচ্চমাত্রা'র বলে প্রশংসা করেন।
বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে তিনি বলেন, সাধারণভাবে করোনা সংক্রমিত হলে দেহে যে প্রতিরোধ ব্যবস্থা তৈরির চেষ্টা হয়, আপনার তৈরি ভ্যাকসিন যদি তার চাইতেও বেশি শক্তিশালী প্রতিরোধ তৈরি করতে সক্ষম হয়, তবে তা অবশ্যই সফল। তাই মডের্নার পরীক্ষার ফলাফল নিয়ে আমরা খুবই সন্তুষ্ট।
এদিকে প্রাথমিক সফলতার খবর প্রকাশিত হওয়ার পরই মডের্না ইঙ্কের শেয়ারের দর পুজিবাজারে ১৫ শতাংশ পর্যন্ত উচ্চগতিতে বাড়ে। যুক্তরাষ্ট্র সরকার কোম্পানিটির ভ্যাকসিন গবেষণায় ইতোমধ্যেই ৫০ কোটি ডলার বিনিয়োগ করেছে।