করোনার মধ্যেই চার দেশে ছড়িয়ে পড়েছে শিশুদের বিরল রোগ
বিশ্বজুড়ে করোনা মহামারীর মধ্যেই শিশুদের বিরল রোগ ছড়িয়ে পড়ছে। প্রথমে মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে এই রোগের প্রকোপ দেখা দিলেও এবার ফ্রান্স ও ইতালিতেও বেড়েছে এই বিরল প্রদাহজনিত উপসর্গে আক্রান্ত শিশুদের সংখ্যা।
যুক্তরাজ্য-ভিত্তিক প্রভাবশালী চিকিৎসা সাময়িকী ল্যানচেটের একটি প্রতিবেদনে এমন তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়, করোনা মহামারির মধ্যে টক্সিক শক ও কাওয়াসাকি রোগের লক্ষণের মতো কিছু উপসর্গ নিয়ে ভুগছে শিশুরা। উপসর্গের মধ্যে আছে রক্তনালীতে প্রদাহ ও হৃদযন্ত্রে মারাত্মক ক্ষতি। তবে করোনা ভাইরাসের কারণে শিশুরা এই উপসর্গে আক্রান্ত হচ্ছে কি না তা এখনো প্রমাণিত হয়নি।
ইতালির বার্গামোতে ফেব্রুয়ারির ১৮ থেকে এপ্রিলের ২০ তারিখ পর্যন্ত ১০ জন শিশু এই বিরল উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। গত ১০ বছরে চিকিৎসকরা ইতালিতে মাত্র ১৯জন কাওয়াসাকি রোগী শনাক্ত করেছে। যার মধ্যে ১০ জনই এই বছর শনাক্ত হয়েছে।
যুক্তরাষ্ট্রে এই বিরল উপসর্গে আক্রান্ত হয়ে তিন শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া এই উপসর্গে আক্রান্ত হয়েছে আরও ৮৫ জন শিশু। এছাড়া যুক্তরাজ্যেও এই বিরল উপসর্গে আক্রান্ত হয়ে শিশু মৃত্যুর খবর পাওয়া গেছে।