করোনায় বিশ্ব পরিস্থিতির আরও অবনতি: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
বিশ্বজুড়ে গত রোববার নাগাদ আরও ১ লাখ ৩৬ হাজার মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন, বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা- ডব্লিউএইচও। কোভিড-১৯ বৈশ্বিক সংক্রমণ বিস্তারের পর এই প্রথম একদিনে এত বিপুল সংখ্যক মানুষ আক্রান্ত হওয়ার রেকর্ড হলো। পরিবর্তিত পরিস্থিতিতে পৃথিবীজুড়ে করোনাভাইরাস সঙ্কট আরও অবনতির দিকে যাচ্ছে, বলেও সতর্ক করেছে জাতিসংঘের জনস্বাস্থ্য বিষয়ক সংস্থাটি।
গতকাল সোমবার ডব্লিউএইচও মহাসচিব টেড্রোস আঢানম ঘেব্রেইসুস জানান, রোববার বিশ্বে নতুন সংক্রমনের ৭৫ শতাংশই হয়েছে উত্তর ও দক্ষিণ আমেরিকা এবং দক্ষিণ এশিয়ার ১০ দেশে। আফ্রিকার নানা দেশেও সংক্রমণ হার বেড়েছে বলে জানিয়েছেন তিনি।
ডব্লিউএইচও'র সদর দপ্তর জেনেভা থেকে দেওয়া এক মিডিয়া ব্রিফিংয়ে ঘেব্রেইসুস এসব তথ্য তুলে ধরেন।
এসময় তিনি বলেন, আমাদের হাতে থাকা সুনির্দিষ্ট তথ্যানুসারে দেখা যাচ্ছে - এখন পর্যন্ত বিশ্বে প্রায় ৭০ লাখ মানুষ কোভিড-১৯ আক্রান্ত হয়েছে। ইউরোপের পরিস্থিতি উন্নতির দিকে থাকলেও, বিশ্বের অন্যান্য স্থানে তা ক্রমশই অবনতির দিকে।
'ইতোপূর্বে খুব একটা সংক্রমণ দেখা যায়নি এমন কিছু অঞ্চল যেমন; পূর্ব ইউরোপ এবং মধ্য এশিয়াতেও সংক্রমণ হার বেড়েছে। একইসময়, কিছু কিছু দেশে পরিস্থিতির উন্নতি হওয়ার মতো কিছু ইতিবাচক ঘটনা ঘটছে। ফলে আমরা এখনও বিপদ থেকে উত্তরণের আশার আলো দেখতে পাচ্ছি' যোগ করেন মহাসচিব।
অবশ্য, সঙ্কট উত্তরণের সংকেত দেখা গেলেও তাতে সতর্ক পদক্ষেপগুলো থেকে সরে আসার কোনো সুযোগ তৈরি হয়নি বলেই জানিয়েছেন ঘেব্রেইসুস।
বিশ্ব নেতাদের প্রতি ভাইরাসের বিস্তার মোকাবিলায় তাদের প্রচেষ্টাকে অব্যাহত রাখার আকুল আবেদন করে তিনি বলেন, ছয় মাসের বেশি সময় ধরে বিশ্ব এই মহামারির কবলে ধুঁকছে। এখনও হাল ছাড়ার সময় আসেনি। এটি কোনো একটি দেশের জন্য ভাইরাস প্রতিরোধের সম্মুখ যুদ্ধ থেকে সরে যাওয়ার সময়ও নয় ।