করোনা আতঙ্কে শ্রীলঙ্কায় কারাগারে দাঙ্গা, নিহত ৮
শ্রীলঙ্কায় একটি কারাগারে বন্দী ও কারারক্ষীদের মধ্যে সংঘর্ষে অন্তত ৮ জন নিহত এবং ৫২ জন আহত হয়েছে।
কারাগারে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার আতঙ্কের মধ্যে বন্দীরা দ্রুত জামিনে মুক্তি এবং আরো সুযোগ সুবিধার দাবি জানিয়ে আন্দোলন করে বলে বিবিসি'র এক প্রতিবেদনে বলা হয়।
পুলিশের মুখপাত্র অজিত রোহানা জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতেই মাহারা কারাগারে কারারক্ষীদের অতিরিক্ত বলপ্রয়োগ করতে হয়েছে। দেশটির সবচেয়ে জনবহুল কারাগার থেকে এখনো পর্যন্ত প্রায় ১০০০ টির মত মামলার আসামি আছে।
গণমাধ্যমকর্মীদের থেকে পাওয়া খবরে জানা গেছে, কারাগারের প্রহরীরা দাঙ্গা নিয়ন্ত্রণে আনতে গুলিবর্ষণ করে। অন্যদিকে আশেপাশের বাসিন্দারা জানান, তারা কারাগার প্রাঙ্গণে ব্যাপক গোলাগুলি হতে দেখেছেন।
ডেপুটি ইনস্পেক্টর অজিত রোহানা বিবিসিকে বলেন, আহতদের স্থানীয় রাগমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি আরো জানান, কারাগারের নিরাপত্তা নিশ্চিত করতে কারাগারে এলিট পুলিশ কমান্ডো ফোর্স নিয়োগ করা হয়েছে এবং আরো পাঁচটি পুলিশ টিমও নিয়োজিত করা হয়েছে সেখানে।
কোভিড আক্রান্ত হওয়াদের সংখ্যা বৃদ্ধি পাওয়ার আতঙ্কে শ্রীলঙ্কায় কারাগারে সংঘটিত কয়েকটি দাঙ্গার মধ্যে এটি ছিল সর্বশেষ।
রাজধানী কলম্বোতে ওয়েলিকারা জেলের ছাদে একদল বন্দী জামিনে মুক্তির দাবি জানিয়ে প্রতিবাদ মিছিল করে।
আগুনকোলাপলাশ জেলে আরো একদল বন্দী আটদিন ধরে ধর্মঘট করে আসছে। তাদের দাবি, জেলের ভেতরে তাদের অবস্থার অবনতি ঘটেছে।
মানবাধিকার সংগঠনগুলো বলছে, ওই জেলে ১০ হাজার লোকের থাকার সুযোগ সুবিধা থাকলেও সেখানে ২৬ হাজার মানুষকে রাখা হচ্ছে।
শ্রীলঙ্কায় সম্প্রতি করোনাভাইরাস নিয়ে ব্যাপক আতঙ্ক দেখা দিয়েছে। গতমাসে একটি গার্মেন্ট ফ্যাক্টরিতে এবং একটি মাছের বাজারে সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় এই আতঙ্কের সৃষ্টি হয়।
জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের মতে, এ পর্যন্ত শ্রীলঙ্কায় করোনাভাইরাসে ১১৬ জনের মৃত্যুসহ ২৩,৪৮৪ জন আক্রান্ত হয়েছেন।