কাবুল দখলের পর তালেবানের প্রথম আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন
ঝটিকা অভিযানে রাজধানী কাবুলকে দখলে নেওয়ার পর সেখানে আজ মঙ্গলবার (১৭ আগস্ট) প্রথম আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করেছে তালেবান। সবার সাথে সুসম্পর্ক প্রতিষ্ঠার অভিপ্রায় ব্যক্ত করে তালেবানের প্রধান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেছেন, "আমরা কোনো অভ্যন্তরীণ বা বহিঃশত্রু চাই না।"
এছাড়া, প্রতিহিংসা পরায়ণ না হওয়া, নারী অধিকার রক্ষা এবং সন্ত্রাসবাদীদের আশ্রয় না দেওয়ার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে তালেবানের দৃঢ় প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি।
এর আগে গোষ্ঠীটি আফগানিস্তান জুড়ে সাবেক প্রশাসনে কর্মরত সকল নিরাপত্তা বাহিনীর সদস্য ও প্রশাসনিক কর্মকর্তাদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করে। নারীদেরকেও সরকারি দপ্তরে যোগ দেওয়ার অনুরোধ জানায়। তালেবানের উপস্থিতিতে উৎকণ্ঠিত হাজার হাজার কাবুলবাসী আন্তর্জাতিক বিমান বন্দরে জড়ো হয় গতকাল। তাদের উদ্বেগ নিরসন করতেই আশ্বাস দিচ্ছে তালেবান।
গতকাল জনতার ভিড়ে বিমানবন্দরে বিদেশী নাগরিকদের উদ্ধার তৎপরতা ব্যাহত হয়। তবে আজ মঙ্গলবার (১৭ আগস্ট) বিমানবন্দরে মানুষের ঢল ছিল না বলে বার্তাসংস্থা রয়টার্সকে জানান একজন পশ্চিমা নিরাপত্তা কর্মকর্তা।
তিনি বলেছেন, কূটনীতিক ও বেসামরিক বিদেশী নাগরিকদের নিয়ে সামরিক বিমানগুলো কাবুল ছেড়ে নির্বিঘ্নে যাত্রা করছে।
#গণমাধ্যমের স্বাধীনতা চায় তালেবান, কিন্তু 'জাতীয় মূল্যবোধের' বিরুদ্ধে যেন কাজ না করে:
তালেবান মুখপাত্র আশ্বস্ত করেছেন যে, গোষ্ঠীটি চায় বেসরকারি গণমাধ্যম 'স্বাধীন থাকবে'। কিন্তু সেইসঙ্গে জোর দিয়ে বলেন যে, 'সাংবাদিকদের জাতীয় মূল্যবোধের বিরুদ্ধে গিয়ে কাজ করা উচিত হবে না।'
#নারী অধিকার রক্ষা করা হবে:
শরীয়াহ আইনের সীমার মধ্যে নারী অধিকার সংরক্ষণের ঘোষণা দেন তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ।
আল-জাজিরা প্রতিবেদকের প্রশ্নের উত্তরে তিনি বলেন, "সমাজে নারীদের অবস্থান অত্যন্ত সক্রিয় হবে, তবে তা ইসলামী কাঠামোর মধ্যে সীমাবদ্ধ থাকবে।"
#কোনো জাতির ওপর হামলার জন্য আফগানিস্তানের মাটি ব্যবহার করতে দেওয়া হবে না:
মুজাহিদ নিশ্চিত করেছেন, কোনো জাতির ওপর হামলার জন্য কেউই আফগানিস্তানের মাটি ব্যবহার করতে পারবে না।
ইসলামি গোষ্ঠীটির প্রথম সংবাদ সম্মেলনে তিনি বলেন, 'আমি নিশ্চিত করতে চাই যে, যুক্তরাষ্ট্রসহ কোনো আন্তর্জাতিক সম্প্রদায়েরই কোনো ক্ষতি করা হবে না।'
জাবিউল্লাহ প্রতিবেশী দেশগুলোকে আশ্বস্ত করে বলেন, তালেবান আফগানিস্তানের কোনো অঞ্চলকেই বিশ্বের কোনো ব্যক্তি বা দেশের বিরুদ্ধে ব্যবহৃত হতে দেবে না।
#সব সম্প্রদায়ের 'মুক্তি ও স্বাধীনতা'র অধিকার:
প্রথম সংবাদ সম্মেলনে তালেবান ২০ বছরের দখলদারিত্ব থেকে 'মুক্তি' পাওয়ার জন্য আফগান জনগণকে অভিনন্দন জানিয়েছে। জাবিউল্লাহ মুজাহিদ বলেছেন, এই 'মুক্তি ও স্বাধীনতা'য় সব সম্প্রদায়েরই বৈধ অধিকার রয়েছে।
#কান্দাহার প্রদেশে পৌঁছেছেন তালেবানের রাজনৈতিক শাখার প্রধান:
একটি টুইট বার্তায় দলটির মুখপাত্র জানিয়েছেন, তালেবানের রাজনৈতিক শাখার প্রধান নেতা মোল্লা বারাদার প্রতিনিধি দল নিয়ে আফগানিস্তানের কান্দাহার প্রদেশে পৌঁছেছেন।
তালেবানের অন্যতম সহপ্রতিষ্ঠাতা মোল্লা আব্দুল গনি বারদার এখন গোষ্ঠীটির রাজনৈতিক শাখার প্রধান। দোহার আলোচনা টিমেরও সদস্য তিনি। সেখানেই যুদ্ধবিরতির আলোচনা হয়েছিল।
বারাদার ছিলেন মোল্লা ওমরের সবচেয়ে বিশ্বস্ত কমান্ডারদের একজন। ২০১০ সালে তিনি পাকিস্তানের করাচিতে গ্রেপ্তার হন। পরে ২০১৮ সালে তিনি জেল থেকে মুক্তি পান।