কোভিড টিকা আর বাণিজ্যচুক্তির সম্ভাবনায় চাঙ্গা ইউরোপীয় পুঁজিবাজার, দরপতন হয়েছে ডলারের
চীন ও যুক্তরাষ্ট্র বাণিজ্য বিরোধ অবসানে প্রথম দফার চুক্তি স্বাক্ষরের ব্যাপারে এখনও প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) এর সঙ্গে কোভিড-১৯ টিকা আসার সম্ভাবনা যোগ হয়ে উদ্দীপ্ত করেছে ইউরোপের পুঁজিবাজারকে। বিগত দিনের উত্থানের ধারাবাহিকতা ধরেই এ অবস্থান।
গত সোমবারই দুই সপ্তাহের মধ্যে ইউরোপের মূল বাজার সূচক স্টোএক্সএক্স ৬০০ সবচেয়ে বড় দৈনিক স্ফীতি অর্জন করেছিল। একই প্রবণতা দেখা যায়, যুক্তরাষ্ট্র এবং এশিয়ার প্রধান প্রধান বাজারের কার্যদিবসের লেনদেনে।
আন্তর্জাতিক পুঁজিবাজারকে ইতিবাচকভাবে প্রভাবিত করার পেছনে বড় ভূমিকা রেখেছিল- যুক্তরাষ্ট্র ও চীনের কর্মকর্তাদের মধ্যে এক ফোনালাপ। ওই সংলাপে আগামী জানুয়ারিতেই প্রথম দফার বাণিজ্য চুক্তি সম্পাদনে উভয় পক্ষই প্রতিশ্রুতি দিয়েছে। দুই দেশের মধ্যে চলমান বিরোধ নিরসনেও পথ দেখাতে পারে এ চুক্তি। মহামারির পর চীনের জাতীয় নিরাপত্তা আইন এবং প্রযুক্তি প্রতিষ্ঠান নিয়ে সাম্প্রতিক সময়ে তিক্ততা বেড়েছে দ্বিপাক্ষিক সম্পর্কে।
ফোনালাপের সংবাদ প্রকাশের পর- এশিয়ার প্রধান প্রধান মুদ্রা শক্তিশালী অবস্থানে আসে। এমনকি এক রাতের ব্যবধানেই ডলারের বিপরীতে চাঙ্গা হয়েছে চীনা ইউয়ানের বিনিময় হার। খবর রয়টার্সের।
বাজার মনোভাব ইতিবাচক ধারায় আনতে আরো সহায়ক হয়- প্রভাবশালী ব্রিটিশ অর্থনৈতিক দৈনিক –ফিন্যান্সিয়াল টাইমসে প্রকাশিত এক প্রতিবেদন। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এবং অ্যাস্ট্রাজেনেকার প্রার্থী ভ্যাকসিনকে আগামী নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনের আগেই অনুমোদন দেওয়ার প্রস্তুতি নিচ্ছে মার্কিন প্রশাসন- একথা জানানো হয় সেখানে।
মার্কিন সরকারের সঙ্গে জরুরি অনুমোদন নিয়ে কোনো প্রকার আলোচনা হয়নি- বলে জানিয়েছেন অ্যাস্ট্রাজেনেকার এক মুখপাত্র। তবে চলতি বছরের মধ্যেই এ প্রক্রিয়া সম্পন্ন করার কথা জানিয়েছে কোম্পানিটি।
অক্সফোর্ড ভ্যাকসিন গ্রুপের পরিচালক মঙ্গলবার জানান, তাদের গবেষণাধীন ভ্যাকসিন প্রার্থী চলতি বছরের মধ্যেই নিয়ন্ত্রক সংস্থাগুলোর কাছে অনুমোদনের আবেদন করবে।
এসব খবরে ইউরোপীয় বাজার চাঙ্গা দর নিয়েই লেনদেন শুরু করে। এসময় স্টোএক্সএক্স -৬০০, দশমিক ৪% বৃদ্ধি নিয়ে কার্যদিবস শুরু করে। আর লন্ডন বাজারের এফটিএসই-১০০ সূচক গ্রিনিচ মান অনুসারে ০৮০৩ ঘটিকায় দশমিক ৩% বৃদ্ধি নিয়ে লেনদেনে যায়।
টিকা নিয়ে আশাবাদ ও বাজার বিশ্লেষণ:
''অক্টোবরের মধ্যে একটি ফলপ্রসূ টিকা বাজারে আসবে, এনিয়ে সোমবার বাজারে যে আশাবাদ যুক্ত হয়, মঙ্গলবার তারই ধারাবাহিকতা দেখা গেছে। তবে সাধারণ জ্ঞান সম্পন্ন যেকোনো ব্যক্তি জানেন, অতিদ্রুত ভ্যাকসিনের আশা করাটা নিতান্তই অবাস্তব। এমনটা হওয়ায় সম্ভাবনাও খুব কম'' বাণিজ্যিক নোটে একথা লিখেছেন সিএমসি মার্কেটস' সংস্থার প্রধান পুঁজিবাজার বিশেষজ্ঞ মাইকেল হিউসন।
''গতকালের বাজার উত্থান খুব সম্ভবত হয়েছে খারাপ কোনো খবর না থাকার কারণেই। তাছাড়া, বাজার নিয়ে ভীতিও ছিল স্থিতিশীল অবস্থানে। পাশাপাশি কেন্দ্রীয় ব্যাংকের দেওয়া নতুন প্রণোদনার ঘোষণা লেনদেনে তেজিভাব ধরে রাখতে সমর্থ হয়'' তিনি যোগ করেন।
এদিকে ৪৯টি দেশের বাজার অবস্থানের সার্বিক বৈশ্বিক সূচক এমএসসিআই ওয়ার্ল্ড ইক্যুইটি ইনডেক্স মঙ্গলবার দশমিক ২% বেড়েছে। এমএসসিআই- এর ইউরোপীয় অংশের সূচক বেড়েছে দশমিক ৭%।
ইউরোপের বাজার উত্থানকে কিছুটা কৃত্রিম বললেও, মার্কিন মূলধনী বাজার প্রবৃদ্ধিকে অস্বাভাবিক বলেছেন হিউসন। তার মতে, প্রযুক্তিখাতের মুষ্টিমেয় কিছু কোম্পানির সম্মলিত উত্থানের কারণেই এ অবস্থানে অর্জিত হয়েছে। দীর্ঘমেয়াদে যা স্থায়ী হওয়ার সম্ভবনা অনেকটাই কম।
ডলারের দরপতন আর ইউরোর উত্থান:
মার্কিন মুদ্রার বিনিময় হারও একরাতেই পড়ে গেছে। মুদ্রাটির সার্বিক বিনিময় সূচক কমেছে দশমিক ২ শতাংশ, অন্যদিকে ইউরোর দর বেড়েছে দশমিক ৪%। ফলে এক ইউরোতে মঙ্গলবার ১.১৮৩২৫ ডলারের লেনদেন হয়।
ইউরো জোনে বন্ড বাজারও ছিল শক্তিশালী। এদিন বন্ডের তেজিভাব টানা দ্বিতীয় দিনের ন্যায় শক্তিশালী অবস্থায় থাকে। সবচেয়ে ভালো করেছে জার্মান সরকারের দশ বছর মেয়াদি বন্ড। যার মুনাফা রিটার্নের প্রবৃদ্ধি ছিল দশমিক ৪৬৮%।