কোভ্যাক্সিন করোনাভাইরাসের ডাবল মিউট্যান্ট স্ট্রেইনের বিরুদ্ধে সুরক্ষা দেয়: আইএসএমআর
করোনা প্রতিরোধে সার্স-কোভ-২ ভাইরাসের একাধিক ধরন বা ভ্যারিয়েন্টের বিরুদ্ধে কার্যকরী ভূমিকা পালন করতে সক্ষম ভারতের বায়োটেক উৎপাদিত কোভ্যাক্সিন। বুধবার (২১ এপ্রিল) ভারতের কাউন্সিল অব মেডিকাল রিসার্চ (আইএসএমআর) এক টুইট বার্তায় এই দাবি করে। সংস্থাটির বক্তব্য অনুযায়ী, সৃষ্ট কোভিড-১৯ ভাইরাসের দুইটি স্ট্রেইনের অভিযোজিত মিলিত রূপের (ডাবল মিউট্যান্ট স্ট্রেইন) বিরুদ্ধেও এই ভ্যাকসিন সমান কার্যকর।
প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার সূত্র ধরে ভারতের এনডিটিভি এক প্রতিবেদনে জানায়, বায়োটেক উৎপাদিত এই ভ্যাকসিন ইতোমধ্যে ভারতে জরুরি ব্যবহার অনুমোদন (ইইউএএস) লাভ করেছে। এছাড়া আরও ৬০টি দেশে ভ্যাকসিনটি অনুমোদনের অপেক্ষায় আছে।
ভারতীয় স্বাস্থ্য সংস্থাটি টুইট বার্তায় জানায়, "আইসিএমআরের গবেষণায় দেখা গেছে যে, কোভ্যাক্সিন সার্স-কোভ-২ ভাইরাসের একাধিক ধরনকে (ভ্যারিয়েন্টস) প্রতিহত করতে সক্ষম। একই সাথে ভ্যাকসিনটি ডাবল মিউট্যান্ট স্ট্রেইনের বিরুদ্ধেও কার্যকর।"
আইএসএমআরের ন্যাশনাল ইন্সটিটিউট অব ভাইরোলজি ইতোমধ্যে কোভিড-১৯ ভাইরাসের যুক্তরাজ্য (বি.১.১.৭), ব্রাজিল (বি.১.১.২৮) এবং দক্ষিণ আফ্রিকার (বি.১.৩৫১) বিশেষ ভ্যারিয়েন্টগুলো আলাদা (আইসোলেশন) এবং পুনরুৎপাদন (কালচার) করতে সফল হয়েছে বলে দাবি করে। সংস্থাটি আরও জানায়, তারা গবেষণার মাধ্যমে সফল ভাবে কোভ্যাক্সিন ব্যবহার করে বিশেষ এই ধরনগুলো প্রতিহত করতে সক্ষম হয়েছে।
এছাড়া, ভারতের বিভিন্ন অঞ্চলসহ অন্যান্য কয়েকটি দেশে চিহ্নিত সার্স-কোভ-২ ভাইরাসের দুই স্ট্রেইনের সংযোজিত রূপ বা ডাবল মিউট্যান্ট স্ট্রেইনকেও (বি.১.৬১৭) সফলভাবে আলাদা ও কালচার করার উল্লেখ করে আইসিএমআর।