গণতন্ত্র সূচকে আট ধাপ এগোল বাংলাদেশ
ইকোনোমিস্ট গ্রুপের প্রতিষ্ঠান ইকোনোমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের সর্বশেষ গণতন্ত্র সূচকে অগ্রগতি হয়েছে বাংলাদেশের। সূচকে 'সরকারের কার্যকারিতা' ক্যাটাগরিতে বাংলাদেশের উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।
বাংলাদেশের এ অগ্রগতি লক্ষ্যণীয় এ কারণে যে, উন্নত গণতান্ত্রিক চর্চার দেশগুলোও সাম্প্রতিক বছরগুলোতে তাদের অবস্থান ধরে রাখতে হিমশিম খেয়েছে। এ ক্যাটাগরিতে দেশগুলোর অবনমন দেখা গেছে।
ইকোনোমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট প্রকাশিত ২০১৯ সালের গণতন্ত্র সূচকে আট ধাপ এগিয়ে বাংলাদেশের অবস্থান ৮০তম।
তবে উন্নতি সত্ত্বেও ১৬৭ দেশের মধ্যে বাংলাদেশ এখনো হাইব্রিড রেজিম (স্বৈরতন্ত্র ও গণতন্ত্রের মিশেল থাকা শাসনব্যবস্থা) রয়ে গেছে। আগেরবারের সূচকেও বাংলাদেশ একই ব্যবস্থার দেশ হিসেবে পরিচিত পেয়েছিল।
সবশেষ সূচকে বাংলাদেশ 'রাজনৈতিক অংশগ্রহণ' ক্যাটাগরিতে সামান্য উন্নতি দেখিয়েছে। তবে নির্বাচনী প্রক্রিয়া ও বহুত্ববাদ এবং নাগরিক স্বাধীনতা ক্যাটাগরিতে কোনো উন্নতি দেখাতে পারেনি বাংলাদেশ।
তবে সূচকে বাংলাদেশের প্রতিবেশী ও বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্র ভারতের ১০টি ক্ষেত্রে অবনতি হয়েছে।
দেশটির অবনমনের প্রধান কারণগুলোর মধ্যে রয়েছে জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল এবং জাতীয় নাগরিকপঞ্জি (এনআরসি) থেকে ১৯ লাখ মানুষকে বাদ দেওয়ার পর নাগরিক স্বাধীনতা খর্ব করা।
এসব ঘটনা সত্ত্বেও সূচকে বাংলাদেশের চেয়ে অনেক এগিয়ে ভারত। এতে দক্ষিণ এশিয়ার বৃহত্তম দেশটির অবস্থান ৫১তম।
(https://tbsnews.net/bangladesh/bangladesh-8-notches-democracy-index-38377)