গুপ্তচরবৃত্তির দায়ে মার্কিন নাগরিককে ১৬ বছরের কারাদণ্ড দিল রুশ আদালত
পল হুইলেন নামের যুক্তরাষ্ট্রের নৌসেনার প্রাক্তন এক সদস্যকে ১৬ বছরের কারাদণ্ড দিয়েছে রাশিয়ার একটি আদালত। আজ সোমবার রাজধানী মস্কোর একটি আদালত এই রায় দেয়।
রায় দেওয়ার পর আসামির জন্য নির্ধারিত সুরক্ষিত কাচের ঘর থেকে আদালতের এই বিচারকার্যকে 'সাজানো নাটক' বলে প্রতিবাদ করেন পল হুইলেন। এসময় তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রীসহ যুক্তরাজ্য ও কানাডার মতো প্রভাবশালী দেশের নেতৃত্বকে এব্যাপারে হস্তক্ষেপের আহ্বান জানান।
হুইলেন জন্মসূত্রে একজন আইরিশ এবং ব্রিটিশ নাগরিক। কানাডার নাগরিকত্ব তার রয়েছে। পরবর্তীতে তিনি যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব নেন।
২০১৮ সালের ডিসেম্বরে রাশিয়ার রাজধানী মস্কোর একটি হোটেলে অবস্থানকালে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার বিরুদ্ধে আনা হয় গুপ্তচর মিশনে জড়িত থাকার অভিযোগ। এরপর থেকেই তাকে মস্কোর লেফোরটোভো কারাগারে বন্দি করে রাখা হয়েছে।
হুইলেনের আইনজীবী ভ্লাদিমির ঝেরেবেনকভ এর আগে বলেছিলেন, হুইলেন নিজের অজ্ঞাতেই রাশিয়ার 'অতি-গোপন' রাষ্ট্রীয় তথ্য ভর্তি একটি ফ্ল্যাশড্রাইভ কারো কাছে হস্তান্তর করেন।
রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ জানান, হুইলেন প্রমাণসহ 'হাতেনাতে' ধরা পড়েছেন।
নিজের বিরুদ্ধে আনা এসব অভিযোগ অবশ্য অস্বীকার করেছেন পল হুইলেন। বন্দি থাকাকালে তাকে যথাযথ চিকিৎসা সেবা না দেওয়ার পাল্টা অভিযোগ করেছেন তিনি। তার পরিবার জানায়, মস্কোতে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতেই তিনি সেখানে ভ্রমণ করছিলেন, এসময় মিথ্যে অভিযোগে হুইলেনকে ফাঁসানো হয়।