গুয়ানতানামো বের সাবেক কারাবন্দী নেতাকে আফগান প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব দিল তালেবান
তালেবান নেতৃত্বাধীন আফগানিস্তানের নতুন সরকারের প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব দেয়া হয়েছে গুয়ানতানামো বের সাবেক কারাবন্দী মোল্লা আবদুল কাইয়ুম জাকিরকে।
তালেবান সূত্রকে উদ্ধৃত করে এ খবর জানিয়েছে আল জাজিরা। দীর্ঘদিন গুয়ানতানামো বে কারাগারে বন্দি ছিলেন তালেবানের এই নেতা।
মোল্লা আব্দুল তালেবানের প্রতিষ্ঠাতা মোল্লা ওমরের ঘনিষ্ঠ ছিলেন। ২০০১ সালে আমেরিকার নেতৃত্বাধীন বাহিনীর হাতে ধরা পড়েন তিনি। ২০০৭ সাল পর্যন্ত তাকে গুয়ানতানামো বে-তে বন্দি করে রাখা হয়। সেখান থেকে ছাড়া পাওয়ার পর তাকে আফগান সরকারের হাতে তুলে দেওয়া হয়েছিল। কিউবায় অবস্থিত কড়া নিরাপত্তায় মোড়া আমেরিকার সেনার এই কারাগারে মূলত জঙ্গিদের রাখা হয়।
এখন পর্যন্ত আফগানিস্তানে সরকার গড়ার ঘোষণা দেয়নি তালেবান। তবে কিছু শীর্ষস্থানীয় নেতাকে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে বসানো হয়েছে। যেমন হাজি মোহাম্মদ ইদ্রিসকে 'দ্য আফগানিস্তান ব্যাংক'-এর কার্যকরী প্রধান করা হয়েছে। এ প্রসঙ্গে তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেছেন, ''সরকারি প্রতিষ্ঠানকে সাজানো এবং ব্যাংকিং সম্পর্কিত সমস্যা মেটাতে ইদ্রিসকে ওই পদে বসানো হয়েছে।''
আফগানিস্তানের একটি সংবাদ মাধ্যমের খবর অনুসারে, গুল আঘা অর্থমন্ত্রী এবং সাদ ইব্রাহিম সে দেশের অন্তর্বর্তী বিষয়ক মন্ত্রী হিসাবে কাজ করছেন। আশরাফ গনি সরকারের শীর্ষস্থানীয় আমলা এবং মন্ত্রীদের অধিকাংশই হয় দেশ ছেড়েছেন, নয় লুকিয়ে রয়েছেন। সেই স্থান পূরণ করতেই নিজেদের নেতাদের বসাচ্ছে তালেবান।
- সূত্র- আনন্দবাজার পত্রিকা