গুলি চালিয়েছে চীন, সংযম দেখিয়েছে ভারত- বেইজিংয়ের দাবি খণ্ডন নয়াদিল্লির
চীনের উস্কানি উপেক্ষা করে ভারতীয় সেনাবাহিনী দায়িত্বশীল আচরণ করেছে ও প্রকৃত নিয়ন্ত্রণ রেখা পেরোয়নি বা গুলি চালায়নি, বলে দাবি করেছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়।
গতকাল সোমবার রাতে চীনের দাবি থেকে শুরু হয়েছিল জল্পনা। চীনা গণমুক্তি সেনার তাদের মুখপত্রের মাধ্যমে দাবি করেছিল যে, ভারতীয় সেনা পংগং-সো লেকের দক্ষিণ প্রান্তে নিয়ন্ত্রণ রেখা পার করেছে ও তাদের ওপর গুলি চালিয়েছে। এবার ভারতের তরফ থেকে সেই দাবি খণ্ডন করা হল। বরং আগ্রাসী ভূমিকা চীনা সেনাবাহিনী নিয়েছিল, পাল্টা সেই অভিযোগ আনা হয়েছে।
আজ মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়, ভারত চায় যে প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় শান্তি ফিরুক। কিন্তু, পরিস্থিতি আরও জটিল করে তুলছে চীনের প্ররোচনামূলক আচরণ।
বিবৃতিতে স্পষ্টভাবে বলা হয়েছে যে, কোনও সময় ভারতীয় সেনা প্রকৃত নিয়ন্ত্রণ রেখা অতিক্রম করেনি বা কোনও রকম আক্রমণাত্মক পন্থা ব্যবহার করেনি। ভারত যে গুলি চালায়নি, সে কথাও বলেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।
এদিকে চীনা সেনাবাহিনী যে কুটনৈতিক, সামরিক ও রাজনৈতিক স্তরে আলোচনা হওয়া সত্ত্বেও আগ্রাসী মনোভাব প্রদর্শন করছে, এমন অভিযোগ করা হয়েছে।
এসময় আরও বলা হয়, সোমবার ভারতের একটি ফরওয়ার্ড পোস্টের কাছে চীনা সেনা আসার চেষ্টা করছিল। তখন ভারতীয় সেনারা তাদের আটকায়। এসময় চীনা সেনা সদস্যরা আকাশে গুলি ছুড়ে ভারতীয়দের ভয় পাওয়ানোর জন্য। কিন্তু, ভারতীয় সেনা তারপরেও সংযম প্রদর্শন করে ও অত্যন্ত দায়িত্বশীল ভাবে আচরণ করে বলে দাবি করেছে নয়াদিল্লি।