চলে গেলেন জনপ্রিয় কথাসাহিত্যিক বুদ্ধদেব গুহ
চলে গেলেন বাংলার জনপ্রিয় কথাসাহিত্যিক বুদ্ধদেব গুহ। রোববার কলকাতার বেলভিউ হাসপাতালে রাত সাড়ে ১১টায় হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
চলতি বছরের এপ্রিলে করোনায় আক্রান্ত হয়েছিলেন ৮৫ বছর বয়সী এই প্রবীণ সাহিত্যিক। সেসময় তাকে দীর্ঘদিন হাসপাতালে কাটাতে হয়। ৩৩ দিনের লড়াই শেষে তিনি করোনামুক্ত হন।
সমকালীন বাংলা সাহিত্যের তুমুল জনপ্রিয় লেখক ছিলেন বুদ্ধদেব গুহ। কিশোর সাহিত্যের জনপ্রিয় চরিত্র 'ঋজুদা' ও 'ঋভু'র স্রষ্টা তিনি। এছাড়া, তিনি পাঠককে 'মাধুকরী', 'কোজাগর', 'একটু উষ্ণতার জন্য', 'অববাহিকা', 'বাবলি', 'কুমুদিনী'র মতো জনপ্রিয় সব উপন্যাস উপহার দিয়েছেন।
আনন্দবাজার পত্রিকার সূত্র অনুসারে, শ্বাসকষ্টজনিত সমস্যার পাশাপাশি বুদ্ধদেব গুহের মূত্রনালীতে সংক্রমণে ভুগছিলেন। এছাড়া তার লিভার এবং কিডনি জটিলতা দেখা দিয়েছিল। তবে, পুনরায় কোভিড পরীক্ষা করা হলেও সংক্রমণ ধরা পড়েনি।
'জঙ্গলমহল' বুদ্ধদেব গুহের প্রকাশিত প্রথম গ্রন্থ। পেশাগত জীবনে চাটার্ড অ্যাকাউন্টেন্ট ছিলেন অরণ্যপ্রেমী এই লেখক। তার স্ত্রী প্রখ্যাত রবীন্দ্রসংগীত গায়িকা ঋতু গুহ।