৩৩ দিন হাসপাতালে কাটিয়ে, করোনামুক্ত হয়ে বাড়ি ফিরলেন সাহিত্যিক বুদ্ধদেব গুহ
করোনামুক্ত হলেন বাংলা ভাষার প্রখ্যাত ও জনপ্রিয় কথাসাহিত্যিক বুদ্ধদেব গুহ। এপ্রিলে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ভারতের কলকাতার একটি হোটেলে নিভৃতবাসে ছিলেন তিনি। কিন্তু শ্বাসকষ্টজনিত সমস্যার জন্য পরে তাকে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
৩৩ দিন হাসপাতালে ছিলেন তিনি। করোনামুক্ত হওয়ার পর সুস্থ হয়ে নিজের বালিগঞ্জে ফাঁড়ির কাছে সানি টাওয়ারের ফ্ল্যাটে ফিরলেন এই সাহিত্যিক।
বুদ্ধদেব গুহের পাশাপাশি করোনা আক্রান্ত হয়েছিলেন তার মেয়ে এবং গাড়িচালকও। তারা সবাই এখন করোনামুক্ত।
প্রসঙ্গত, করোনা আক্রান্ত হওয়ার পর ৮৪ বছর বয়সী এই সাহিত্যিক বলেছিলেন, 'এখনই ফুরাব না।' তবে তার অসুস্থতার খবরে উদ্বেগ প্রকাশ করছিলেন অনুরাগীরা।
গতকাল (বৃহস্পতিবার) বুদ্ধদেব গুহের অফিসিয়াল ফেসবুক পেজে জানানো হয়, '৩৩ দিন হাসপাতালে কাটিয়ে বাড়ি ফিরলেন প্রিয় লেখক! কোভিড এবং নিউমোনিয়াকে হারিয়ে, দু-দুখানা মৃত্যুগুজবকে সরিয়ে বুদ্ধপূর্ণিমায়। শরীর এখনও দুর্বল, তাই এখনই টেলিফোন না করাই ভালো।'
সাহিত্য জগতের উজ্জ্বল নক্ষত্র বুদ্ধদেব গুহ। করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে থাকার সময় একবারও মনের জোর হারাননি। বেডে শুয়ে গানও করেছিলেন। 'জঙ্গল মহল' তার প্রথম প্রকাশিত গ্রন্থ। 'মাধুকরী', 'কোজাগর', 'অববাহিকা', 'বাবলি'র মতো উপন্যাস উপহার দিয়েছেন পাঠকদের। তার রচিত চরিত্র 'ঋজুদা' জায়গা করে নিয়েছে বাঙালির মননে।
বুদ্ধদেব গুহের করোনামুক্তির খবরে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন সবাই।