চীন নিয়ে প্রকাশ্যে মন্তব্য করতে দলের নেতাদের নিষেধ করলেন মমতা
চীন ভারত সীমান্তের গালওয়ান উপত্যকায় দুই দেশের সেনাদের মধ্যে সংঘর্ষে প্রতিবেশী দুই দেশের মধ্যে চলমান উত্তেজনায় চীন নিয়ে দলের নেতা-কর্মীদের কোনো ধরণের মন্তব্য করতে নিষেধ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
শুক্রবার তৃণমূলের দলীয় বৈঠকে তিন একথা বলেন বলে হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে।
ওই প্রতিবেদনে বলা হয়, "২১ জুলাইয়ের কর্মসূচি-সহ বিধানসভা নির্বাচনের প্রস্তুতি নিয়ে শুক্রবার দলীয় বৈঠক ছিল তৃণমূলের। ভিডিও কনফারেন্সের মাধ্যমে সেই বৈঠকে উপস্থিত ছিলেন তৃণমূলের জেলা সভাপতি, জেলা স্তরের নেতা, বিধায়ক ও সাংসদরা। বৈঠকে দলের পরবর্তী কর্মসূচির দিক নির্দেশ করেন তৃণমূলনেত্রী। সঙ্গে চীন নিয়ে মুখ খোলার ব্যাপারে দলীয় নেতাকর্মীদের সাবধান করেন তিনি।"
একটি সূত্রের বরাত দিয়ে হিন্দুস্তান টাইমস লিখেছে, "বৈঠকে মমতা বলেন, 'চীন নিয়ে কারও কোনও কথা বলার দরকার নেই। যা বলার আমি বলব'"।
রাজনৈতিক মহলের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, "চীন নিয়ে মোদী সরকারের পাশে দাঁড়িয়ে বার্তা দিয়েছেন মমতা। কিন্তু এক্ষেত্রে কেন্দ্রের ওপর চাপও বজায় রাখতে চান তিনি। যা অত্যন্ত সুক্ষ্ম খেলা। সেই খেলায় কেউ ভুল চাল চেলে দিতে পারেন বলে আশঙ্কা তৃণমূলনেত্রীর। যার ফলে গোটা দলের ক্ষতি হতে পারে।"
ইতোমধ্যে অবশ্য এর নমুনা দেখেছে তৃণমূল। বুধবার টিকটক নিষিদ্ধ করার বিরুদ্ধে মুখ খোলেন দলের সাংসদ নুসরত জাহান। তা পর থেকে তাকে বিজেপিসহ সাধারণ মানুষের সমালোচনার মুখে পড়তে হয়। সিপিএমের মতো তৃণমূলকেও দেশবিরোধী প্রমাণে উঠেপড়ে লাগে গেরুয়া শিবির। তাই মুখ ফসকাতে নিষেধ করলেন মমতা।