দিল্লিতে বিজেপি নেতার মিছিল থেকে ‘গুলি করার’ স্লোগান
ভারতের রাজধানী দিল্লিতে সংশোধিত নাগরিকত্ব আইনের (সিএএ) সমর্থক ও বিরোধীদের মধ্যে চলমান সংঘর্ষের মধ্যেই এক বিজেপি নেতার মিছিল থেকে 'গুলি করার' স্লোগানের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
মঙ্গলবার দিনভর সংঘর্ষের পর সন্ধ্যার দিকে পূর্ব দিল্লির লক্ষ্মীনগরের বিজেপির বিধায়ক অভয় ভার্মা মিছিল নিয়ে স্থানীয় একটি বাজারে যান। ওই মিছিলের ভিডিওটি ভারতীয় রাজ্যসভার সদস্য ও আম আদমি পার্টির নেতা সঞ্জয় সিং টুইটারে পোস্ট করলে তা ছড়িয়ে পড়ে।
ভিডিওতে দেখা যায়, ভার্মার নেতৃত্বাধীন ওই মিছিল থেকে স্লোগান দেওয়া হচ্ছিল- "পুলিশ কে হাত্যারোন কো, গুলি মারো সালেকো" (পুলিশের হত্যাকারীদের গুলি মারো) এবং "জো হিন্দু হিত কি বাত কারেগা, ওহি ইস দেশ মে রাজ কারেগা" (যারা হিন্দুদের আনুকূল্য দেবে, তারাই এই দেশ শাসন করবে।
হিন্দুস্তান টাইমস বলছে, তারা স্বাধীনভাবে ভিডিওটির সত্যতা যাচাই করতে পারেনি।
নাম না প্রকাশের শর্তে স্থানীয় এক দোকানদার হিন্দুস্তান টাইমসকে বলেন, "সন্ধ্যা ৭টার দিকে আমি তাকে (অভয় ভার্মা) মঙ্গল বাজারের দিক থেকে একটি মিছিল নিয়ে আসতে দেখি। তারা সবাই স্লোগান দিচ্ছিল, অনেকের হাতেই লাঠিসোটা ছিল। দাঙ্গার ভয়ে থাকা দোকানিদের অনেকেই এই মিছিল দেখে তাদের দোকান বন্ধ করে ফেলে। ভার্মা চলে যাওয়ার পর সেখানে পুলিশ আসে।"
এ বিষয়ে যোগাযোগ করা হলে ভার্মা জানান, তিনি বাজারে গিয়েছিলেন তবে মিছিল থেকে এ ধরনের কোনো স্লোগান দেওয়া হয়নি।
তিনি বলেন, "ওই এলাকায় স্থানীয়রা বিশেষ করে ব্যবসায়ীরা আতঙ্কিত ছিলেন। তাদের ভীতি কমাতেই আমি আমার সমর্থকদের নিয়ে সেখানে গিয়েছি। আমি দোকানদারদের বুঝিয়েছি যে কোনো সমস্যা হবে না আর, তারা যেনো দোকানপাট খুলে দেয়।"