দিল্লিতে ভােটের লাইনে বরযাত্রীসহ বর
বিয়ের পোশাকে লাইনে দাঁড়িয়ে বর। তার পেছনে বেশ কয়েকজন বরযাত্রী। তাদের সবাই দিল্লি বিধানসভা নির্বাচনের ভোটার।
এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়, পূর্ব দিল্লির শেখরপুর ভোটকেন্দ্রের বাইরে দাঁড়িয়ে থাকতে দেখা যায় বিয়ের ঐতিহ্যবাহী পোশাক পরে আসা বর ও বরযাত্রীদের। তারা কেন্দ্রশাসিত অঞ্চল দিল্লির এক কোটির বেশি ভোটারের কয়েকজন।
শনিবার সকাল থেকে বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ শুরু করেছেন। ভোট শেষ হবে স্থানীয় সময় সন্ধ্যা ৬টায়।
এ নির্বাচনের সর্বজ্যেষ্ঠ ভোটার বাংলাদেশের বরিশালে জন্ম নেওয়া কালীতারা মণ্ডল, যার বয়স ১১১ বছর। অবিভক্ত ভারতে ১৯০৮ সালে জন্ম তার।
ভারতীয় সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে (পিটিআই) দেওয়া সাক্ষাৎকারে কালীতারা জানান, তিনি যেমন ব্যালট পেপারে ভোট দিয়েছেন, তেমনি ইলেকট্রনিক ভোটিং মেশিনও ব্যবহার করেছেন। গত শতাব্দীতে ভারতের প্রায় সব নির্বাচনে ভোট দেন তিনি।
৭০ আসনের দিল্লি বিধানসভায় ২০১৫ সালের নির্বাচনে ৬৭ আসন পেয়ে জয়ী হয় মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের দল আম আদমি পার্টি (এএপি)। গতবারের নির্বাচনে বিজেপি মাত্র তিনটি আসন পেয়েছিল।
এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিভিন্ন নীতির ওপর ভর করে কেজরিওয়ালকে হারাতে মরিয়া বিজেপি। তবে এক কোটি ৪৭ লাখ ভোটারের মধ্যে কেন্দ্রে যাওয়া লোকজনই নির্ধারণ করবেন, তারা কেজরিওয়ালকে নাকি বিজেপির প্রার্থী মনোজ তিওয়ারিকে মসনদে বসাচ্ছেন।