নন্দীগ্রামে মমতাই জিতলেন
হাড্ডাহাড্ডি লড়াই শেষে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আসন নন্দীগ্রামে জিতেছেন তৃণমূলের নেত্রী মমতা বন্দোপাধ্যায়।
দিনভর ভোটগণনায় মমতা ও তার প্রতিদ্বন্দ্বী বিজেপির প্রার্থী শুভেন্দু অধিকারী একে অন্যকে পেছনে ফেলার পর ১৭ তম ও শেষ রাউন্ডের ভোট গণনায় ১২০১ ভোটে এগিয়ে গেলেন মমতা। ফলে নির্বাচনের শুরু থেকেই তুমুল আলোচনায় থাকা এই আসনটি তৃণমূল কংগ্রেসের দখলে গেল।
করোনা মহামারির কালো ছায়া আগেই কেড়ে নিয়েছে নির্বাচনের সকল আলো। এর মধ্যেই রোববার শুরু হয় ২০২১ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোটগণনা।
পশ্চিমবঙ্গের নির্বাচনে বিশেষ নজর ছিল পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম আসনের ওপরে। সেখানে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ছিলেন দলের নেত্রী ও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও বিজেপির পক্ষে প্রার্থী ছিলেন তৃণমূলের সাবেক নেতা শুভেন্দু অধিকারী।
এছাড়া সেখানে তৃতীয় পক্ষ হিসেবে ছিলেন সংযুক্ত মোর্চার প্রার্থী মিনাক্ষী মুখোপাধ্যায়।
পশ্চিমবঙ্গের সাবেক মন্ত্রী শুভেন্দু অধিকারী দীর্ঘদিন পরিচিত ছিলেন তৃণমূল নেতা হিসেবেই। বর্তমানে তিনি যোগদান করেছেন বিজেপিতে।
সকাল ৮টা থেকে রাজ্যের ভোটগণনা শুরু হয়। নন্দীগ্রামে প্রথমে পোস্টাল ব্যালট গণনার সিদ্ধান্ত নেওয়া হয়। মোট ১৭ রাউন্ডে এ গণনা সম্পন্ন হয়।
আনন্দবাজার পত্রিকার খবর অনুযায়ী, ১৭ তম রাউন্ড ভোটগণনা শেষে নন্দীগ্রামে ১২০১ ভোটে এগিয়ে বিজয়ী মমতা। কয়েকবার এগিয়ে গেলেও ভোট গণনার শুরু থেকেই পিছিয়ে ছিলেন মমতা। এগিয়ে ছিলেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। সকাল থেকে পোস্টাল ব্যালটেও এগিয়ে ছিলেন শুভেন্দু।
প্রথম রাউন্ড শেষে ১৪৯৭ ভোটে এগিয়ে যান শুভেন্দু অধিকারী। দ্বিতীয় রাউন্ডের শেষে শুভেন্দুর লিড বেড়ে দাঁড়ায় ৩৪৬০। তৃতীয় রাউন্ড শেষে ৮ হাজার ২০৬ ভোটে এগিয়ে যান শুভেন্দু। কিন্তু ধীরে ধীরে ব্যবধান কমতে থাকে। সর্বশেষ পঞ্চদশ রাউন্ড শেষে সাড়ে ৪ হাজার ভোটে এগিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়। ১৬তম রাউন্ডে এসে আবার ৬ ভোটে এগিয়ে যায় শুভেন্দু অধিকারী। ১৭ তম ও সর্বশেষ রাউন্ডে এসে আসনটিতে বিজয়ী হন মমতা বন্দোপাধ্যায়।