নাইজেরিয়ায় ৪৫৮ কোটি টাকার প্যাঙ্গোলিনের আঁশ ও হাতির দাঁত উদ্ধার
নাইজেরিয়ায় একটি বন্যপ্রাণী পাচারকারী গোষ্ঠীর কাছ থেকে বুধবার রেকর্ড পরিমাণ হাতির দাঁত ও প্যাঙ্গোলিন বা বা বনরুই- এর আঁশ উদ্ধার করেছে শুল্ক কর্তৃপক্ষ।
নাইজেরীয় শুল্ক বিভাগের প্রধান কর্নেল হামিদ ইব্রাহিম আলী এক বিবৃতিতে জানান, ১৭,১৩৭ কেজি প্যাঙ্গোলিনের আঁশ, ৬০ কেজি প্যাঙ্গোলিনের দাঁত ও ৪৪ কেজি হাতির দাঁত উদ্ধার করা হয়েছে।
উদ্ধারকৃত দেহাবশেষগুলোর মূল্যমান প্রায় ২২০০ কোটি নাইজেরিয়ান নাইরা (বাংলাদেশি মুদ্রায় ৪৫৮ কোটি টাকা) হবে বলে ধারণা করা হচ্ছে।
ইব্রাহিম আলী তার বিবৃতিতে আরও জানান, তিনজন বিদেশি নাগরিককে গ্রেফতার করা হয়েছে। এই চোরাচালানের সঙ্গে জড়িত চতুর্থ ব্যক্তি, যাকে মূল হোতা হিসেবে সন্দেহ করা হচ্ছে, তাকে এখনো গ্রেফতারের চেষ্টা চালাচ্ছেন তারা।
'আসামীদের দ্রুতই আদালতে চালান করা হবে এবং তাদেরকে বিচারের আওতায় আনতে শুল্ক বিভাগ যা করণীয় তার সবকিছুই করবে,' বলেন আলী।
আইনপ্রয়োগকারী কর্মকর্তাদের ও বন্যপ্রাণী বিশেষজ্ঞদের বরাত দিয়ে জানা গেছে, বিভিন্ন চক্রের তৎপরতায় আফ্রিকার প্যাঙ্গোলিন এশিয়াতে পাচারের কেন্দ্রস্থল হয়ে যাচ্ছে নাইজেরিয়া। এর পিছনে অরক্ষিত সীমান্ত, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঢিলেমি, দুর্নীতিসহ আরও বিভিন্ন অনুঘটক দায়ী বলে জানান তারা।
চোরাচালান-বিরোধী অপারেশনে পরিচালনার জন্য যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও জার্মানির সহায়তা নিয়ে নাইজেরিয়ান শুল্ক বিভাগ কাজ করছে বলে জানান ইব্রাহিম আলী।
প্যাঙ্গোলিন বিশ্বের সবচেয়ে বেশি পাচারকৃত স্তন্যপায়ী প্রাণী। প্রথাগত চীনা ঔষধে ব্যবহারের প্রয়োজনেই মূলত প্যাঙ্গোলিনের আঁশ এতো পাচার হয়। বর্তমানে প্রায় বিলুপ্তির পথে চলে এসেছে লাজুক ও শান্তিপ্রিয় এই প্রাণীটি।
জাতিসংঘের ড্রাগ অ্যান্ড ক্রাইম অফিসের তথ্য অনুযায়ী, ২০১৪ থেকে ২০১৮ সালের মধ্যে প্যাঙ্গোলিনের চোরাচালান দশগুণ বেড়েছে। এই সময়ে মোট ১৮৫ টন প্যাঙ্গোলিনের আঁশ উদ্ধার করা হয়েছে, যার জন্য প্রায় তিন লাখ ৭০ হাজার প্যাঙ্গোলিনকে হত্যা করা হয়েছে বলে জানায় সংস্থাটি।
- সূত্র: সিএনএন