পাকিস্তানে ভারতীয় দূতাবাসের দুই কর্মকর্তা নিখোঁজ...
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে নিযুক্ত ভারতীয় হাই কমিশনের দুই কর্মকর্তা 'নিখোঁজ' হয়েছেন। সংশ্লিষ্ট একটি সূত্রের উদ্ধৃতি দিয়ে ভারতীয় বার্তা সংস্থা এএনআই জানিয়েছে, আজ সোমবার সকাল ৮টা থেকেই ওই কর্মকর্তা দুজনের কোনো হদিশ পাওয়া যাচ্ছে না।
এ ঘটনার প্রেক্ষিতে পাকিস্তান সরকারের কাছে আনুষ্ঠানিক অভিযোগে নিজেদের গভীর উদ্বেগ তুলে ধরেছে নয়াদিল্লি। খবর এনডিটিভি ও বিবিসির।
এমন সময় এটি ঘটেছে যখন চলতি মাসেই গুপ্তচরবৃত্তির অভিযোগে নয়াদিল্লিতে অবস্থিত পাকিস্তান হাই কমিশনের দুই কর্মকর্তাকে আটক করার পর- তাদের ২৪ ঘণ্টার মধ্যে দেশ ছাড়ার নির্দেশ দেয় ভারত। আবিদ হুসেইন এবং মোহাম্মদ তাহির নামের ওই দুই কর্মকর্তা দূতাবাসের ভিসা শাখায় কাজ করতেন।
অতীতে দেখা গেছে, যখনই ভারত বা পাকিস্তান একে অন্যের দূতাবাসের কোনও কর্মী বা কর্মকর্তাকে গুপ্তচরবৃত্তির দায়ে বহিষ্কার করেছে – প্রায় সঙ্গে সঙ্গেই অন্য দেশও সমসংখ্যক কর্মী বা কর্মকর্তাকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে।
উভয় দেশই সাম্প্রতিক বছরগুলোতে কূটনীতিক শিষ্টাচার লঙ্ঘনেও আগ্রাসী হয়ে উঠেছে।
আবিদ হুসেইন এবং মোহাম্মদ তাহির পাকিস্তানে দুই সপ্তাহ আগে ফিরে গেলেও এখনো পাকিস্তান কোনো পাল্টা ব্যবস্থা নেয়নি। তাই নিখোঁজ ভারতীয় দূতাবাস কর্মকর্তাদের পাকিস্তানী নিরাপত্তা বাহিনী বা গোয়েন্দা সংস্থার হাতে আটক হওয়ার আশঙ্কা করছে ভারত।
এর আগে গত কয়েকদিন ধরেই ভারতীয় কূটনৈতিকরা পাকিস্তানে চলাফেরার সময় তাদের আগ্রাসীভাবে অনুসরণ করা হচ্ছে বলে অভিযোগ করে আসছিলেন। বাড়তি এই গোপন নজরদারির বিষয়ে তারা প্রতিবাদ করেছেন।
ইসলামাবাদ দূতাবাসে ভারতের চার্জ দ্য- অ্যাফেয়ার্স গৌরব আহলুওয়ালিয়ার গাড়িকেও দিনকয়েক আগেই একজন মোটরবাইক আরোহী অনুসরণ করছিল, বলেও ভারত দাবি করে।