রাশিয়ায় ব্রিটিশ ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ইউক্রেনের, হামলার আশঙ্কায় কিয়েভে মার্কিন দূতাবাস বন্ধ
ব্রিটিশ স্টর্ম শ্যাডো ক্রুজ ব্যবহার করে রাশিয়ায় ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইউক্রেন। এটি রুশ লক্ষ্যবস্তুতে আঘাত হানার জন্য অনুমোদিত নতুন পশ্চিমা অস্ত্র।
এর একদিন আগে, ইউক্রেন যুক্তরাষ্ট্রের একটি এটিএসিএমএস ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল।
রাশিয়ার যুদ্ধ পরিস্থিতি নিয়ে কাজ করা গণমাধ্যমকর্মীরা টেলিগ্রামে এই হামলার কথা জানিয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা এ হামলার বিষয়েটি জানিয়েছেন। ইউক্রেনের জেনারেল স্টাফ জানিয়েছে, এ বিষয়ে তাদের কাছে কোনো তথ্য নেই।
প্রতিবেদকদের পোস্ট করা এক ভিডিওতে তারা জানিয়েছে, কুরস্ক অঞ্চলে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। কুরস্ক ইউক্রেনের উত্তরপূর্বাঞ্চলীয় সীমান্তের একটি অঞ্চল। সেখান থেকে অন্তত ১৪টি বিস্ফোরণ এবং ক্ষেপণাস্ত্র ওড়ার শব্দ শোনা গেছে। ভিডিওতে কালো ধোঁয়ার কুণ্ডলীও দেখা গেছে।
রাশিয়া সমর্থিত টেলিগ্রাম চ্যানেল 'টু মেজরস' দাবি করছে, ১২টি স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। তারা ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের ছবি প্রকাশ করেছে।
ব্রিটেন ইউক্রেনকে নিজস্ব সীমার মধ্যে আগে স্টর্ম শ্যাডো ব্যবহারের অনুমতি দিয়েছিল। মস্কো বলেছে, রাশিয়ার অভ্যন্তরে এই ধরনের হামলা যুদ্ধের উত্তেজনা বাড়াবে।
কিয়েভ বলেছে, তারা রুশ সেনাঘাঁটি আঘাতের মতো সক্ষমতা অর্জন করতে চায়।
এ সপ্তাহে ইউক্রেনে রাশিয়ার আক্রমণের ১০০০তম দিন পূর্ণ হয়েছে।
যুদ্ধের উত্তেজনা বাড়ায়, হামলার আশঙ্কায় গতকাল বুধবার যুক্তরাষ্ট্র কিয়েভে তাদের দূতাবাস সাময়িকভাবে বন্ধ করে দেয়।
এদিকে একইদিনে পেন্টাগন ইউক্রেনকে ২৭৫ মিলিয়ন ডলারের সামরিক সহায়তার ঘোষণা দিয়েছে। এ সহায়তার মধ্যে এইচআইএমএআরএস রকেট সিস্টেমও অন্তর্ভুক্ত। তাছাড়া বাইডেন প্রশাসন বিদায় নেওয়ার আগে ইউক্রেনের ৪.৭ বিলিয়ন ডলারের ঋণ মওকুফের উদ্যোগ নিয়েছে।