পৃথিবীর ৩০% ভূমি ও সাগর রক্ষার জন্য ১০০ কোটি ডলার দান করলেন জেফ বেজোস
পরিবেশ রক্ষার জন্য ১০০ কোটি ডলার দান করলেন আমাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস। গণহারে উদ্ভিদ ও প্রাণীর বিলুপ্তি ঠেকিয়ে ২০৩০ সালের মধ্যে পৃথিবীর ৩০ শতাংশ ভূমি ও সাগর রক্ষার জন্য এই দান করলেন তিনি। দ্য ওয়াশিংটন পোষ্টের এক প্রতিবেদনে জানানো হয় এ খবর।
২০২০ সালে ধরিত্রী তহবিল (আর্থ ফান্ড) গঠন করেন বেজোস। ফান্ডটি এক বিবৃতিতে জানিয়েছে, বেজোসের অনুদানের এই অর্থ মূলত কঙ্গো অববাহিকা, ক্রান্তীয় আন্দিজ ও ক্রান্তীয় প্রশান্ত মহাসাগর অঞ্চলে ব্যয় হবে।
এই ১০০ কোটি ডলার চলতি বছরেই কাজে লাগাতে শুরু করার পরিকল্পনা রয়েছে বেজোসের। আর্থ ফান্ডের বিবৃতিতে বলা হয়, বেজোস ৩০ শতাংশ ভূমি ও সাগর রক্ষায় জোর দিচ্ছেন, কারণ এতে প্রায় ৮০ শতাংশ উদ্ভিদ ও প্রাণী প্রজাতি রক্ষা করা যাবে এবং দুই-তৃতীয়াংশ সুপেয় পানি সংরক্ষণ করা যাবে।
ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন, মার্কিন প্রেসিডেন্টের বিশেষ জলবায়ু উপদেষ্টা জন কেরি ও জাতিসংঘের ডেপুটি মহাসচিব আমিনা মোহাম্মদ বেজোসের এই অনুদানের প্রশংসা করেছেন।
তবে সবচেয়ে ধনীর তালিকায় দ্বিতীয় স্থানে থাকা বেজোস অন্য ধনকুবেরদের মতো তেমন দান করেন না। ওয়ারেন বাফেট ও বিল গেটসের স্থাপন করা 'গিভিং প্লেজে'ও স্বাক্ষর করেননি তিনি। গিভিং প্লেজে স্বাক্ষরকারী ধনকুবেররা তাদের সিংহভাগ সম্পদই দাতব্য কাজে দান করে দেওয়ার প্রতিশ্রুতি দেন।
অবশ্য গত কয়েক বছরে মানবহিতৈষী কাজে অনুবাদের পরিমাণ বাড়িয়েছেন বেজোস। পরিবেশ রক্ষায় অনুদানের পাশাপাশি প্রিস্কুল ও গৃহহীন পরিবারগুলোর জন্য একটা তহবিল গঠন করেছেন তিনি।
এর আগেও অনেক ধনকুবের জলবায়ু পরিবর্তন মোকাবিলায় কাজ করতে অনুদানের ঘোষণা দিয়েছিলেন। এর মধ্যে উল্লেখযোগ্য নাম হলো মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস, মিডিয়া উদ্যোক্তা ও নিউইয়র্কের সাবেক মেয়র মাইকেল ব্লুমবার্গ, হেজ ফান্ডের টম স্টেয়ার।
- সূত্র: দ্য ওয়াশিংটন পোস্ট