প্রিন্স ফিলিপের শেষকৃত্যে যারা অংশ নেবেন
ব্রিটিশ রাজপরিবারের এক গুরুত্বপূর্ণ স্তম্ভ ছিলেন রানি এলিজাবেথের স্বামী ডিউক অব এডিনবরো প্রিন্স ফিলিপ। তবুও, যুক্তরাজ্যের করোনাভাইরাস বিধিনিষেধ মেনেই হবে তার শেষকৃত্য, যেখানে অংশ নিতে পারবেন মাত্র ৩০ জন।
বাজনা বাদক এবং সামরিক প্রহরী দলের সদস্যরাও আছেন এই ৩০ জনের মধ্যে,তাদের বাদ দিলে দেখা যায় রাজপরিবারের ঘনিষ্ঠ ও গুরুত্বপূর্ণ কিছু ব্যক্তিই অংশ নিচ্ছেন।
আগামী শনিবার (১৭ এপ্রিল) উইন্ডসর প্রাসাদের সেইন্ট জর্জ'স চ্যাপেলে অনুষ্ঠিতব্য শেষকৃত্যে যারা অংশ নিতে পারেন, সম্ভাব্য সেসব ব্যক্তির একটি তালিকা প্রকাশ করেছে বিবিসি, যা তুলে ধরা হলো;
- রানি দ্বিতীয় এলিজাবেথ
- প্রিন্স অব ওয়েলস, চার্লস
- ডাচেস অব কর্নওয়াল, ক্যামিলা
- প্রিন্সেস রয়্যাল, অ্যানি
- ভাইস অ্যাডমিরাল টিমোথি লরেন্স
- ডিউক অব ইয়র্ক, আন্ড্রু
- আর্ল অব ওয়েসেক্স, এডওয়ার্ড
- কাউন্টেস অব ওয়েসেক্স, সোফি রিস- জোনস
- ডিউক অফ কেমব্রিজ, উইলিয়াম
- ডাচেস অফ কেমব্রিজ, ক্যাথারিন
- ডিউক অব সাসেক্স, হ্যারি
- রানি ও প্রিন্স ফিলিপের জ্যেষ্ঠতম নাতি, পিটার ফিলিপ
- প্রিন্সেস রয়্যালের কন্যা, জারা টিনডাল
- জারার স্বামী, মাইক টিনডাল
- প্রিন্সেস বিয়াট্রিজ অব ইয়র্ক
- এডোয়ার্ডো ম্যাপেলি মজ্জি
- প্রিন্সেস ইউজিন অব ইয়র্ক
- জ্যাক ব্রুন্সব্যাঙ্ক
- লেডি লুইস
- ভিসকাউন্ট সেভার্ন, জেমস
- ডিউক অব কেন্ট, এডওয়ার্ড
- ডিউক অব গ্লসেস্টার, রিচার্ড
- লেডি অগলিভি, প্রিন্সেস আলেকজান্ড্রা
- প্রিস্ন অব বাডেন, বার্নার্ড
- ল্যান্ডগ্রেভ অব হেসে, ডোনাটাস
- প্রিন্স অব হোহেনলোহে-ল্যাঙ্গেনবার্গ, ফিলিপ
- আর্ল অব স্নোডন, ডেভিড আর্মস্ট্রং-জোন্স
- কাউন্টেস মাউন্টব্যাটেন অব বার্মা, পেনেলোপ ন্যাচবুল
- লেডি সারা চ্যাটো, এবং
- ড্যানিয়েল চ্যাটো
সেইন্ট জর্জ'স চ্যাপেলে মরদেহ নেওয়ার কালে বাজনা পরিবেশন করবে ব্রিটিশ সেনাবাহিনীর গ্রেনেডিয়ার গার্ডস-এর ব্যান্ড দল।
ব্যান্ড দলের সঙ্গে যোগ দেবেন সশস্ত্র বাহিনীর সকল শাখার প্রধানেরা। তাদের মধ্যে থাকবেন চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল স্যার নিকোলাস কার্টার এবং ফার্স্ট সি লর্ড অ্যাডমিরাল টোনি রাডাকিন।
প্রয়াত ডিউকের নৌবাহিনীর কর্মজীবন স্মরণ করে অ্যাডমিরাল রাডাকিন বলেন, "তিনি ছিলেন আমাদেরই একজন।"
ল্যান্ডরোভারে ফিলিপের শবযাত্রা বহনকালে তার সঙ্গী হবেন ব্রিগেডিয়ার আর্চি মিলার বেকওয়েল, একজন নিরাপত্তা কর্মকর্তা, দুজন পূর্ণবয়স্ক পুরুষ ব্যক্তিগত পরিচারক (ভ্যালেট) এবং দুজন তরুণ ভৃত্য (পেজ)।
গত ৯ এপ্রিল ৯৯ বছর বয়সে দীর্ঘকাল রাজদায়িত্ব পালনের পর পরপারে পাড়ি দেন প্রিন্স ফিলিপ।