সেইন্ট জর্জ চ্যাপেলে সমাহিত করা হলো প্রিন্স ফিলিপকে
ডিউক অব এডিনবার্গ এবং ব্রিটিশ রানী দ্বিতীয় এলিজাবেথের স্বামী প্রিন্স ফিলিকে উইন্ডসর প্রাসাদের সেইন্ট জর্জ'স চ্যাপেলে সমাহিত করা হয়েছে।
গত ৯ এপ্রিল ৯৯ বছর বয়সে মারা যান প্রিন্স ফিলিপ।
এর আগে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭ টায় তার শেষকৃত্য অনুষ্ঠান শুরু হয়।
জনগণ যেন নিজ নিজ বাড়ি থেকে এই শেষকৃত্য অনুষ্ঠানে অংশ নিতে পারে, সেজন্য এটি প্রকাশ্যে করা হয়।
যুক্তরাজ্যের করোনাভাইরাস বিধিনিষেধ মেনেই সম্পন্ন হয়েছে প্রিন্স ফিলিপের শেষকৃত্য, যেখানে সরাসরি অংশ নেন মাত্র ৩০ জন। ব্রিটিশ সামরিক বাহিনীর ৭০০ সদস্য ছিলেন প্রাসাদের বাইরে।
অন্ত্যোষ্টিক্রিয়ায় অংশ নেন ব্রিটিশ রাজপরিবারের সদস্যরা। রানী দ্বিতীয় এলিজাবেথকে সেন্ট জর্জ চ্যাপেলের আলাদা একটি চেয়ারে বসে থাকতে দেখা যায়।
-
সূত্র: বিবিসি