পয়লা নভেম্বর আসছে করোনা টিকা, তোড়জোড় আমেরিকা জুড়ে
আর মাত্র দুটি মাস। তারপরেই আসতে চলেছে করোনা টিকা, এমনটাই মনে করছে মার্কিন প্রশাসন। সমস্ত রাজ্যদের টিকা বণ্টনের জন্য প্রস্তুত থাকতে বলল যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিস কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি)। সংস্থাটির নথিতে প্রকাশ, যাদের আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি, তাদের হয়তো অক্টোবরের শেষেই করোনা টিকা দেওয়া হবে।
প্রসঙ্গত, নভেম্বরে মার্কিন যুক্তরাষ্ট্রে রাষ্ট্রপতি নির্বাচন। কিছুদিন আগেই মার্কিন রাষ্ট্রপতি ট্রাম্প বলেছিলেন যে, বছরের শেষ হওয়ার আগেই কোভিডের টিকা মিলবে। তারপরে এই খবর জানা গেল যে, ভোটের আগেই শুরু হবে টিকা বিলির প্রক্রিয়া। উল্লেখ্য এপর্যন্ত করোনায় মারা গিয়েছেন এক লাখ ৮০ হাজার মার্কিন নাগরিক।
বুধবার সিডিসি-র মুখপাত্র রয়টার্সকে জানিয়েছেন, প্রাথমিকভাবে তোড়জোড় শুরু করার জন্য তারা রাজ্যগুলিকে অনুমানের ওপর বলেছেন কবে থেকে পাওয়া যেতে পারে টিকা। সীমিত সংখ্যক টিকা অক্টোবর ও নভেম্বর মাসেও আসতে পারে বলে সিডিসি জানিয়েছে। জানা গিয়েছে, ৫০টি রাজ্য ও ৫টি বড় শহরের স্বাস্থ্য কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছে সিডিসি। শুধু একটি টিকা নয়, দুটি টিকা সিডিসি বাজারে ছাড়তে পারে অক্টোবরের শেষে বলে মনে করা হচ্ছে। খবর হিন্দুস্তান টাইমসের।
তবে আমেরিকার শীর্ষ করোনা বিশেষজ্ঞ অ্যান্টনি ফসি জানিয়েছেন, নভেম্বর বা ডিসেম্বর অবধি সময় লাগবে ক্লিনিক্যাল ট্রায়ালের তথ্য পেতে। তাহলে, তার আগেই কীভাবে টিকা আসবে সেই নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।
প্রথমে এই টিকা বিনামূল্যে দেওয়া হবে স্বাস্থ্যকর্মী, নিরাপত্তা কর্মী, হাসপাতালের নার্স ইত্যাদি উচ্চ সংক্রমণ ঝুঁকির আওতাধীন গোষ্ঠীর মধ্যে। কোন টিকা সিডিসি দেবে সেই নিয়ে ধোঁয়াশা থাকলেও মনে করা হচ্ছে ফাইজার বা মডের্না ইঙ্ক যেগুলি তৈরি করছে, তার কথাই ইঙ্গিত করা হয়েছে সিডিসি স্বাস্থ্য কর্কমর্তাদের লেখা চিঠিতে।
সারা দেশ জুড়ে এই বণ্টনের কাজ করবে ম্যাককেসন কর্প। রাজ্য প্রশাসক বা গভর্নরদের সিডিসি অনুরোধ করেছে যে দ্রুত যে বণ্টন কেন্দ্র তৈরি করা হয়, যাতে পয়লা নভেম্বর থেকে এগুলি পূর্ণদ্যমে টিকাদান শুরু করতে পারে।