বছরের প্রতি সপ্তাহেই বিশ্বভ্রমণ
৫২ দেশ, ৮৮ ফ্লাইট, ৪৫ ট্রেনযাত্রা ও ৪৮ বার নৌকায় চড়া।
এ সংখ্যাগুলোকে সেবাস্তিয়ান মোদকের বছরব্যাপী বিশ্বভ্রমণের সারসংক্ষেপ বলা যেতে পারে।
ভ্রমণ ও দুঃসাহসিক যাত্রাবিষয়ক ওয়েবসাইট ইনসাইডার ডটকমের প্রতিবেদনে জানানো হয়, বিশ্বভ্রমণে সেবাস্তিয়ান মাত্র একবার বিমান মিস করেছেন।
এ কারণে তার ব্যবহৃত দুটি জিনিস (এক জোড়া সানগ্লাস ও সাঁতারের প্যান্ট) হারিয়েছিল।
প্রশংসনীয় বিষয় হলো, ৩১ বছর বয়সী মার্কিন নাগরিক সেবাস্তিয়ান দ্য নিউ ইয়র্ক টাইমসের তালিকার ৫২টি জায়গায় ৫২ সপ্তাহজুড়েই ভ্রমণ করেছেন। এককথায় বিরতিহীনভাবে বছরজুড়ে বিশ্বের বিভিন্ন জায়গায় ঘুরেছেন তিনি।
মাত্র কয়েক সপ্তাহ আগে নিউ ইয়র্ক সিটির বাড়িতে ফিরেছেন টগবগে এ তরুণ। গত বছরজুড়ে তিনি এক লাখ ১৯ হাজার ৭৭২ মাইল ভ্রমণ করেছেন।
শৈশব থেকেই ভ্রমণ করছেন সেবাস্তিয়ান। তবে এত ঘন ঘন ভ্রমণে যেতেন না তিনি।
যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যে কলম্বিয়ান মা ও ভারতীয় বাবার ঘরে জন্ম হয় তার।
বাবা টেলিযোগাযোগ খাতে চাকরি করায় শৈশব থেকেই কয়েক বছর পরপর নতুন দেশে গেছেন সেবাস্তিয়ান।
সেই দিনগুলো নিয়ে তিনি ইনসাইডারকে বলেছিলেন, শৈশবের বাড়িগুলোকে তিনি সবসময় অস্থায়ী মনে করতেন।
পরিণত বয়সে মার্কিন এ নাগরিক অস্ট্রেলিয়া, ভারত, ইন্দোনেশিয়া, বতসোয়ানাসহ অনেক দেশে থেকেছেন।
ইতিপূর্বে তিনি ভ্রাম্যমাণ শিল্পী, এমটিভির প্রযোজক, ভ্রমণবিষয়ক সাইট কোনডে নাস্ট ট্রাভেলারের সম্পাদক ও লেখক হিসেবে কাজ করেছেন।
এসব ভূমিকার কারণে নিউ ইয়র্ক টাইমসের ফিফটি টু প্লেসেস ট্রাভেলার (৫২ জায়গায় ভ্রমণকারী) হিসেবে উপযুক্ত বিবেচিত হন তিনি।