বছরে ৬৮ লাখ কোটি টাকার প্রাকৃতিক ক্ষতির সঙ্গে জড়িত উন্নয়ন ব্যাংকগুলো
বিশ্বব্যাপী রাষ্ট্রায়ত্ত উন্নয়ন ব্যাংকগুলোর করা বিনিয়োগ থেকে প্রতি বছর ৮০০ বিলিয়ন ডলার মূল্যের (প্রায় ৬৮ লাখ কোটি টাকা) প্রকৃতি ধ্বংস হয়ে থাকে। বৃহস্পতিবার সংশ্লিষ্ট গবেষকরা এ তথ্য জানানোর পাশাপাশি জীববৈচিত্র্যের ঝুঁকি কমাতে ব্যাংকগুলোর ঋণ প্রকল্পে আরও স্বচ্ছতা আনার আহ্বান জানিয়েছেন।
ফাইন্যান্স ফর বায়োডাইভারসিটি ইনিশিয়েটিভ (এফ ফর বি) কর্তৃক প্রকাশিত এ গবেষণায় রাষ্ট্রায়ত্ত উন্নয়ন ব্যাংকগুলো কীভাবে তাদের বিনিয়োগের মাধ্যমে প্রকৃতিকে প্রভাবিত করছে সে ব্যাপারে বিস্তারিত বিশ্লেষণ উঠে এসেছে।
গবেষকরা অনুমান করছেন, ব্যাংকের অর্থায়ন থেকে সম্ভাব্য প্রাকৃতিক ক্ষতির জন্য ভবিষ্যতে আমাদের বার্ষিক ৮০০ বিলিয়ন ডলার খরচ করতে হতে পারে।
এফ ফর বি'র চেয়ারম্যান সাইমন জাদেক বলেন, এ গবেষণায় প্রকৃতি -সম্পর্কিত ঝুঁকিগুলো পরিমাপ করা হয়েছে। অর্থাৎ ব্যাংক সমর্থিত কার্যকলাপ থেকে প্রাকৃতিক ক্ষতি হওয়ার সম্ভাবনা, অথবা উদ্ভিদ, প্রাণী এবং বাস্তুতন্ত্রের উপর ব্যাংকগুলোর নির্ভরতা কীভাবে তাদের বিনিয়োগের মূল্যমান হ্রাস করতে পারে তা তুলে ধরা হয়েছে।
গবেষণায় দেখা গেছে, ব্যাংকগুলো থেকে প্রচুর পরিমাণে ঋণ প্রকৃতি -সংবেদনশীল খাতগুলোয় যাচ্ছে; বিশেষ করে খাদ্য, খনি এবং অবকাঠামো খাত, যেগুলো প্রায়শই জীববৈচিত্র্য সমৃদ্ধ পরিবেশকে ব্যাহত করে গড়ে উঠে সেগুলোয় যাচ্ছে।
জাদেক রয়টার্স ফাউন্ডেশনকে বলেন, অবকাঠামো নির্মাণ, খনন বা কৃষি খাত বিস্তারের ফলে আশেপাশের জলাভূমি বা বন ধ্বংস হয়ে যেতে পারে, এবং স্থানীয় পানি সরবরাহ দূষিত হতে পারে।
তিনি আরও বলেন, ব্রাজিলের একটি প্রধান মাংস উৎপাদনকারী প্রতিষ্ঠান বা লাইবেরিয়ার একটি পাম অয়েল কোম্পানি রাষ্ট্রায়ত্ত উন্নয়ন ব্যাংকগুলোর সহায়তায় অবৈধভাবে বন উজাড় করে জমি দখল করতে পারে।
গবেষণা প্রবন্ধে বলা হয়েছে, কিছু পাবলিক ব্যাংক প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য রেখে তাদের কর্মকাণ্ড পরিচালনা করছে। তবে বিশ্বব্যাপী ৪৫০টিরও বেশি এরকম ব্যাংকের কাছে থাকা ১১.৬ ট্রিলিয়ন ডলারের সম্পদের ৪০ শতাংশই পানি, মাটি এবং পরাগায়নের মতো ভঙ্গুর বাস্তুতন্ত্রের উপর নির্ভর করে।
উন্নয়ন ব্যাংকগুলো একরকম পরিবেশগত সুরক্ষা নীতি অনুসরণ করে থাকলেও এই গবেষণা বলছে, সেসব নীতি পর্যাপ্ত না।
গবেষণা প্রবন্ধে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলোকে আগামী ১২ মাসের মধ্যে তাদের সমস্ত বিনিয়োগ পোর্টফোলিও প্রকৃতির উপর কেমন চাপ ফেলছে তা পরীক্ষা -নিরীক্ষা করে প্রকাশ করার আহ্বান জানানো হয়েছে।
রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো আন্তর্জাতিক, আঞ্চলিক এবং জাতীয় পর্যায়ে বিভিন্ন সরকারের মালিকানাধীন, এবং তাদের সম্মিলিত সম্পদ বিশ্বব্যাপী বিনিয়োগের প্রায় ১০ শতাংশ।
এদের মধ্যে রয়েছে বিশ্বব্যাংক, ইন্টার-আমেরিকান ডেভেলপমেন্ট ব্যাংক, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এবং চায়না ডেভেলপমেন্ট ব্যাংক।
এফ ফর বি'র প্রতিনিধি জেরেমি এপ্পেল এক বিবৃতিতে বলেন, "জনসাধারণের মালিকানাধীন এই ব্যাঙ্কগুলোর পরিবেশ রক্ষা করে উন্নয়ন কাজ পরিচালনা করায় তাদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করা উচিত।
"এখন এই জি-সেভেন সরকারগুলো উচিত তাদের প্রভাব এবং ক্ষমতা ব্যবহার করে এই উন্নয়ন ব্যাংকগুলো তাদের কর্মকাণ্ডে প্রকৃতির কথা বিবেচনা করছে কি না তা নিশ্চিত করা উচিত।"
- সূত্র: রয়টার্স।
- প্রতিবেদনটি ইংরেজিতে পড়ুন: Development banks linked to nature loss worth $800 billion per year