বলসোনারোর সামনে তিন বিকল্প: কারাবরণ, মৃত্যু অথবা বিজয়
ব্রাজিলের ডানপন্থী রাষ্ট্রপতি জইর বলসোনারো সম্প্রতি দেশের নির্বাচন পদ্ধতির স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন; যে প্রশ্ন তাকে কঠোর সমালোচনার মুখোমুখি দাঁড় করিয়েছে।
তিনি বলেছেন, এই মুহূর্তে তিনি তার ভবিষ্যতের জন্য তিনটি বিকল্প দেখছেন: কারাবরণ, মৃত্যু অথবা আগামী বছরের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হওয়া।
"আমার ভবিষ্যতের জন্য বর্তমানে তিনটি বিকল্প খোলা আছে: গ্রেপ্তার হওয়া, হত্যার শিকার হওয়া অথবা বিজয়ী হওয়া," শনিবার ধর্মপ্রচারক নেতাদের সঙ্গে এক বৈঠকে এ কথা বলেন তিনি।
পরে তিনি আরও বলেন, "প্রথম বিকল্প পথটি সম্পূর্ণভাবে প্রশ্নাতীত, কারণ পৃথিবীর কোন মানুষই আমাকে হুমকি দেবে না।"
কয়েক সপ্তাহ ধরেই বলসোনারো ব্রাজিলের 'ইলেকট্রনিক ভোটিং সিস্টেম' নিয়ে প্রশ্ন তুলে আসছেন। তবে, সমালোচকরা এটাকে ডোনাল্ড ট্রাম্পের প্রচারণা আচরণের সঙ্গে তুলনা করে বলেন, ২০২২ সালের প্রেসিডেন্ট নির্বাচনে তিনি সন্দেহের বীজ বপন করছেন।
বলসোনারো ছাপা বা মুদ্রিত রসিদ গ্রহণের প্রস্তাব জানিয়েছেন। কারণ তিনি মনে করেন, কোন ধরণের প্রমাণ ছাড়া ইলেকট্রনিক ব্যালট জালিয়াতির জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। তবে, বলসোনারোর এই দাবি ব্রাজিলের শীর্ষ বিচারক এবং অন্যান্য বিশেষজ্ঞরা প্রত্যাখ্যান করেছেন।
ধর্মীয় নেতাদের সঙ্গে সেই বৈঠকে বলসোনারো ব্রাজিলের নির্বাচনী আদালতের সমালোচনা করে বলেন, "রাষ্ট্রপতি হিসেবে তিনি মতবিরোধ কামনা করেন না বা উস্কে দেন না; কিন্তু সব কিছুরই একটা সীমা আছে। আমি এ নিয়ে আর চুপ থাকতে পারছিনা"।
টিএসই নামে পরিচিত নির্বাচনী আদালতের প্রধান বিভাগ গত বুধবার জানিয়েছে, ইলেকট্রনিক ভোটিং পদ্ধতিতে কোন সমস্যা নেই; বরং ছাপা ব্যালট নিয়ে আলোচনা মূল লক্ষ্য ও সময়ের অপচয় করতে পারে।
এই মাসের শুরুর দিকে, ব্রাজিলের কংগ্রেসের নিম্নকক্ষও বলসোনারোর ভোটের পদ্ধতি পরিবর্তনের প্রচেষ্টাকে বাতিল করে দিয়েছে।
কিন্তু আগস্টের শুরুর দিকে আবার রাষ্ট্রপতির ভোটিং পদ্ধতি পরিবর্তনের প্রচারণা শত শত ব্রাজিলিয়ানদের সমর্থন অর্জন করে। বলসোনারোর মুদ্রিত রসিদ ব্যবস্থার দাবিকে সমর্থন করে দেশের বেশ কয়েকটি শহরে বড় ধরণের সমাবেশ করতে দেখা যায় তাদের।
কোভিড-১৯ মহামারি মোকাবেলায় সরকারের ব্যবস্থাপনা নিয়ে কয়েকমাস ধরে ব্যাপক সমালোচনা এবং সরকার বিরোধী বিক্ষোভের পর ডানপন্থী এই নেতার জনপ্রিয়তা অনেকটাই হ্রাস পেয়েছে।
জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুসারে, মহামারির শুরু থেকে এ পর্যন্ত দক্ষিণ আমেরিকার এই দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৫ লাখ ৭৯ হাজারেরও বেশি মানুষ মারা গেছে। এছাড়া ২০.৭ মিলিয়নের বেশি মানুষের সংক্রমণের খবর পাওয়া গেছে।
ভারত থেকে কোভিড-১৯ টিকা কেনার চুক্তিতে অনিয়মের অভিযোগে, বলসোনারো তার সরকারের মহামারি মোকাবেলা ও ব্যবস্থাপনা নীতি নিয়ে সিনেট কমিশনের তদন্তের মুখোমুখি হয়েছেন। ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ আনা হয়েছে। তবে, সেই অভিযোগ তিনি অস্বীকার করেছেন।
- সূত্র- আল জাজিরা