বাংলাদেশে বিক্রির জন্য তৈরি রেমডিসিভিরসহ ভারতে গ্রেপ্তার ১
কালোবাজারে কোভিড-১৯ চিকিৎসায় ব্যবহৃত অ্যান্টি ভাইরাল ঔষধ রেমডিসিভির বিক্রি করছিল ভারতের আহমেদাবাদের এক ব্যক্তি (৩১)। বাংলাদেশে কম মূল্যে বিক্রয়ের উদ্দেশ্যে তার কাছে ৫৮ শিশি রেমডিসিভির পাওয়ার অভিযোগ রয়েছে। পরে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
পুলিশ জানিয়েছে, শনিবার আহমেদাবাদের চাঁন্দখেড়া এলাকার বাসিন্দা রাহুল প্যাটেলকে তপোবন সার্কেল থেকে পুলিশ জেলা প্রশাসক (ডিসিপি) জোন ২ এর একটি দল আটক করে। খবর দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের।
আহমেদাবাদের ডিসিপি বিজয় প্যাটেল বলেন, "কালোবাজারে এক ব্যক্তি রেমডিসিভির ইনজেকশান ডোজপ্রতি পাঁচ হাজার রূপিতে বিক্রি করছে বলে আমরা খবর পাই। পরে আমরা ঘটনাস্থলে যাই এবং সেই ব্যক্তিকে গ্রেপ্তার করি।
বাংলাদেশে বিক্রয়ের জন্য তার কাছ থেকে রেমডেসিভিরের ৫৮ টি শিশি জব্দ করেছি আমরা"।
অভিযুক্ত ব্যক্তি জানান, তিনি হায়দরাবাদে তার এক বন্ধুর কাছ থেকে এই ইনজেকশন সংগ্রহ করেন।
সম্প্রতি ভারতে করোনাভাইরাস সংক্রমণ বৃদ্ধির পর ঔষধটির চাহিদা বেড়েছে। দেশটিতে প্রতিদিনই সংক্রমণের পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে, বেড়েছে অক্সিজেন, বিভিন্ন ঔষধ ও হাসপাতালের শয্যার চাহিদা। অনেক রাজ্যেই প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামাদির অভাব দেখা দিয়েছে।
গত সপ্তাহে রেমডেসিভির ও অন্যান্য কাঁচামালের ওপর আমদানি শুল্ক উঠিয়ে নিয়েছে ভারত সরকার। আগামী সপ্তাহে ভারতে বিভিন্ন চিকিৎসা সরঞ্জামাদিসহ কোভিড-১৯ চিকিৎসায় ব্যবহৃত ঔষধ রেমডেসিভির সরবরাহ করবে বাংলাদেশ। সম্প্রতি এ তথ্য জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।